For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Times Now Navbharat ETG Exit Poll: গুজরাতের জয় কেন আত্মবিশ্বাস বাড়াবে বিজেপির? ফ্যাক্টর কোনগুলি?

Google Oneindia Bengali News

গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে অন্তত কারও মনেই আর সংশয় নেই। সমস্ত সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত বুথফেরত সমীক্ষার তথ্য অনুযায়ী, বিজেপির প্রাপ্ত ভোটের শতকরা হার কমবে। তবে রেকর্ড সংখ্যক আসন জেতার সম্ভাবনাও রয়েছে। অনেক পিছনে দ্বিতীয় স্থানে থাকবে কংগ্রেস। আপ তৃতীয় স্থানে।

গেরুয়া ঝড়

গেরুয়া ঝড়

টাইমস নাও নবভারত ইটিজি এগজিট পোল ১৯ হাজার ভোটারের মতামতের ভিত্তিতে সমীক্ষা করে জানিয়েছে, ১৮২টির মধ্যে বিজেপি জিততে পারে ১৩৯টি আসনে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৯৯টি আসনে। কংগ্রেসের আসন ৭৭ থেকে কমে ৩০-এ নেমে আসার সম্ভাবনা। আম আদমি পার্টি পেতে পারে ১১টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ২টি আসন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে পাটীদার আন্দোলনের জেরে বিজেপির আসন কমেছিল বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সেই খামতি গত পাঁচ বছরে শাসক বিজেপি মেটানোয় ফের আসন বাড়ছে তাদের, আসন কমছে কংগ্রেসের।

কমবে প্রাপ্ত ভোটের হার

কমবে প্রাপ্ত ভোটের হার

এবার আসন বাড়লেও এই সমীক্ষাতেও ইঙ্গিত বিজেপির প্রাপ্ত ভোটের হার কিছুটা কমার। গত বিধানসভা ভোটে বিজেপি ৪৯.০৫ শতাংশ ভোট পেয়েছিল। টাইমস নাও নবভারত ইটিজি এগজিট পোলের নিরিখে এবার তা কমে হতে পারে ৪৬.৭ শতাংশ। কংগ্রেস পেয়েছিল ৪১.৪৪ শতাংশ ভোট, সেটা এবার নেমে আসতে পারে ২৩.৪ শতাংশে। ২০০২ সালের পর থেকে প্রতিটি বিধানসভা নির্বাচনেই বিজেপির আসন কমেছে, কংগ্রেসের বেড়েছে। যে ধারায় এবার বদল আসার ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়।

পাটীদার-ফ্যাক্টর

পাটীদার-ফ্যাক্টর

পাটীদার-অধ্যুষিত সৌরাষ্ট্রে এর আগে বিজেপির ফোকাস কম ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বুথফেরত সমীক্ষায় আভাস এবার সেখান থেকে বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে বিতে চলেছে। এই অঞ্চলে কৃষিজীবী কোলি সম্প্রদায়ের প্রচুর মানুষ থাকেন। সংরক্ষণ থেকে কৃষি, বিভিন্ন আন্দোলনে জেরবার বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকে যেভাবে ভোট বাড়াতে চলেছে তা নিশ্চিতভাবেই ইতিবাচক। সমীক্ষায় প্রকাশ, বিজেপি এই অঞ্চল থেকেই জিততে পারে ৩৪ থেকে ৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১১টি আসন। আপ পেতে পারে ৩ থেকে ৭টি আসন। আগের বিধানসভা নির্বাচনে সৌরাষ্ট্রের গ্রামীণ অংশ থেকে বিজেপি ২৩টি ও কংগ্রেস ৩০টি আসন জিতেছিল।

ভালো ফল শহরে

ভালো ফল শহরে

মধ্য গুজরাতে বেশিরভাগটাই শহরাঞ্চল। এই অংশ থেকে বিজেপি ৪৪ থেকে ৪৭টি আসন জিততে পারে বলে সমীক্ষায় প্রকাশ। কংগ্রেস পেতে পারে ১০ থেকে ১৪টি আসন, আম আদমি পার্টি ৪ থেকে ৮টি। দিল্লি বা পাঞ্জাবে শহরাঞ্চলের মন জিতলেও গুজরাতে তেমন দাগ কাটতে ব্যর্থ কেজরির দল। আদিবাসী অধ্যুষিত দক্ষিণ গুজরাতে বিজেপি ২৬ থেকে ২৯টি আসনে জয়লাভ করতে পারে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৭টি আসন। আপ জিততে পারে ২ থেকে ৫টি আসন। উত্তর গুজরাতে বিজেপি ১৭ থেকে ২৩, কংগ্রেস ৯ থেকে ১২, আপ সর্বাধিক ২টি আসন পেতে পারে। এই অংশে ওবিসিদের ভোট খুব গুরুত্বপূর্ণ। ৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোট গণনা।

Gujarat Election Zee-BARC Exit Poll: মধ্য গুজরাতে ব্যাপক ফল! মোদী রাজ্যে বিজেপি কটি আসন পাবে? Gujarat Election Zee-BARC Exit Poll: মধ্য গুজরাতে ব্যাপক ফল! মোদী রাজ্যে বিজেপি কটি আসন পাবে?

English summary
Gujarat Assembly Election 2022 Exit Poll: Clear Victory For BJP Predicts Times Now Navbharat ETG Exit Poll. According To Exit Poll, The BJP Is Set To Win About 139 Seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X