For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত ও হিমাচল প্রদেশের ফলাফলের সুপারফাস্ট আপডেট পেতে নজর রাখুন ডেইলিহান্টে

গুজরাত ও হিমাচল প্রদেশের ফলাফলের সুপারফাস্ট আপডেট পেতে নজর রাখুন ডেইলিহান্টে

  • |
Google Oneindia Bengali News

গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোট নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়েছে। গতমাসে নভেম্বরের শুরুতে হিমাচলে এক দফায় ও গুজরাতে নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে পরপর দুই দফায় ভোটাভুটি হয়েছে। দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল হিসাবে রয়েছে কংগ্রেস। তবে দুই রাজ্যেই কংগ্রেসকে তো বটেই, বিজেপিকেও কিছুটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে আম আদমি পার্টি। কারা সরকার গড়বেন, কেমন হবে ফলাফল তার শুরু থেকে শেষ সমস্ত আপডেট জানতে চোখ রাখুন ডেইলিহান্ট অ্যাপে। প্রতি মুহূর্তের সমস্ত খবর এক ক্লিকে চলে আসবে আপনাদের হাতের মুঠোয়।

গুজরাত ও হিমাচল প্রদেশের ফলাফলের সুপারফাস্ট আপডেট পেতে নজর রাখুন ডেইলিহান্টে

হিমাচলে মোট ৬৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। গুজরাতে দুই দফায় মোট ১৮২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। গুজরাতে ১৯৯৫ সাল থেকে বিজেপি ক্ষমতায় রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশে সরকার হাতবদল হয়েছে বেশ কয়েকবার। গুজরাত ও হিমাচল দুই জায়গাতেই বিজেপিকে কংগ্রেস নাকি আম আদমি পার্টি, কে টক্কর দিতে পারে সেটাই দেখার।

প্রতিবারের মতো সুপার ফাস্ট ভোট আপডেট জানাতে হাজির থাকছে ডেইলিহান্টও। ফলাফলের সমস্ত খবর, ছবি, আপডেট, ভিডিও, ব্রেকিং নিউজ, বিশ্লেষণ থেকে শুরু করে সরকার গড়ার সমস্ত খবর নিয়ে হাজির থাকছে ডেইলিহান্ট। ফলে ভোটের সমস্ত লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না ডেইলিহান্ট অ্যাপে।

কী কী থাকছে ডেইলিহান্ট অ্যাপে

লাইভ খবর, সুপারফাস্ট আপডেট

ভোটের ফলাফল, গতবারের পরিসংখ্যান

আসনভিত্তিক, এলাকা ভিত্তিক, দল ভিত্তিক ফলাফল

সোশ্যাল মিডিয়া রিঅ্যাকশন, ট্রেন্ডস

লাইভ ভিডিও, ভাইরাল মিম, ট্রেন্ডিং স্টোরি

ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ

English summary
Gujarat and Himachal Pradesh Election Results 2022: Get Fastest Updates in Dailyhunt Only
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X