For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের ভারত 'দর্শন'-এর আগে বস্তি উচ্ছেদ শুরু! ৪৫টি পরিবারের মাথায় আচমকা 'আকাশ ভেঙে পড়ল'

ট্রাম্পের ভারত 'দর্শন'-এর আগে বস্তি উচ্ছেদ শুরু! দেশের ৪৫ টি পরিবারের মাথায় আচমকা 'আকাশ ভেঙে পড়ল'

  • |
Google Oneindia Bengali News

'ইনক্রেডিবল ইন্ডিয়া', এমনই বিজ্ঞাপনী প্রচারে ভারতে পর্যটনে আহ্বান করা হয় দেশি-বিদেশি পর্যটকদের। আর সেই দেশেই এবার সফরে প্রথমবার আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাতের মোতেরা স্টেডিয়ামে তাঁকে ঘিরে শুরু হতে চলেছে রাজকীয় অনুষ্ঠান 'নমস্তে ট্রাম্প'। আর তার আগে, গুজরাত নিজেকে মুড়তে চলেছে 'সুখের ছবি' দিয়ে। সেই কারণে একাধিক পদক্ষেপ নিচ্ছে গুজরাত সরকার। আর তা নিয়েই উঠছে বিতর্ক।

৪৫ পরিবারের মাথায় ভেঙে পড়ল আকাশ!

৪৫ পরিবারের মাথায় ভেঙে পড়ল আকাশ!

২৪ ফেব্রুয়ারি ভূমিপুত্র নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সভা করতে চলেছেন গুজরাতের মোতেরা স্টেডিয়ামে। রাজকীয় ধুমধামে সাজানো হচ্ছে মোতেরা। তার আগে এই স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যে বস্তি রয়েছে তা উচ্ছেদে বদ্ধপরিকর হয়েছে বিজেপি শাসিত গুজরাত প্রশাসন। আর তার জেরেই স্টেডিয়াম সংলগ্ন বস্তিবাসী ৪৫ টি পরিবারকে এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে স্থানীয় পুরসভা।

 'নমস্তে ট্রাম্প' এর কারিগরদেরই বাড়ি খালির নির্দেশ

'নমস্তে ট্রাম্প' এর কারিগরদেরই বাড়ি খালির নির্দেশ

গত কয়েক বছর ধরে মোতেরা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বসবাস করছেন এই বস্তিবাসী মানুষ। যাঁদের কাছে বস্তি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন , সেই ব্যক্তিরা মোতেরা স্টেডিয়াম নির্মাণের কাজই করছেন গত কয়েক বছর ধরে। তাঁরা জানিয়েছেন, স্টেডিয়াম নির্মাণের জন্যই তাঁরা মোতেরা সংলগ্ন এলাকায় বসবাস করছেন। আর সেই মোতেরায় 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের সৌন্দর্যায়নের জন্যই এবার এই নির্মাণকর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

 বড় পাঁচিলের কাজ শুরু

বড় পাঁচিলের কাজ শুরু

শুধু মোতেরা নয়, গুজরাতে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ধারেও বসছে বিশাল পাঁচিল। এই রাস্তা ধরেই ট্রাম্প যাবেন স্টেডিয়ামে। আর এই রাস্তার ধারেই পাঁচিল দিয়ে বস্তি ঢাকবার কাজ গুজরাত প্রশাসন শুরু করেছে বলে জানা গিয়েছে।

 কী জানিয়েছে প্রশাসন?

কী জানিয়েছে প্রশাসন?

এদিকে প্রশাসনের দাবি , যে সমস্ত জায়গা নিয়ে কথা হচ্ছে, সেটি আমেদাবাদ পুরসভার এলাকা। আর সেখানে অবৈধভাবে এই পরিবারগুলি বসবাস করছিল। যে এলাকা পরিষ্কার করার কাজ শুরু করেছে স্থানীয় পুরসভা। তাই এই বস্তি উচ্ছেদ বলে জানা গিয়েছে। এদিকে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকরা জানিয়েছেন , তাঁরা রুজি রোজগারের জন্য আমেদাবাদ এসেও লাভের লাভ হচ্ছে না। প্রশাসন তাঁদের বলেছে , 'যেখানে হোক যাও'। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

মোদীর মুকুটে নতুন পালক, দুই বড় শক্তিকে টপকে পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের

English summary
Gujarat, Ahead of Donald Trump's visit in India 45 families in slum served eviction notices.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X