For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানুষখেকো ১৮টি সিংহের ট্রায়াল চলছে, খুনি প্রমাণিত হলে যাবজ্জীবন!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদ, ১৫ জুন : গুজরাতে তিনজন মানুষকে মেরে ফেলেছে সিংহরা। আর সেজন্য ১৮টি সিংহকে অভিযুক্ত ঘোষণা করে ট্রায়াল চলছে। এর মধ্যে যার বা যাদের দোষ প্রমাণিত হবে, তাকে বা তাদের আজীবন কারাবাসের সাজা ভোগ করতে হবে। অর্থাৎ চিড়িয়াখানার খাঁচায় চার দেওয়ালের মধ্যে কাটাতে হবে সেই সিংহকে।

বাঘকে সরিয়ে সিংহকে জাতীয় পশুর মর্যাদা কেন্দ্রের!

জাতীয় পশু বেছে নিতে এবার ভোট দিচ্ছে ভারত!

গুজরাতে অভিযুক্তের তালিকায় থাকা এই সিংহরা এশীয় সিংহের জাত। মানুষের অত্যাচারে ধীরে ধীরে এদের সংখ্যা অনেক কমে এসেছে। সিংহের জায়গায় গিয়ে দাপাদাপি করছে মানুষ। ফলে সংঘর্ষ স্বাভাবিক। সেই করতে গিয়েই কখনও সিংহকে মারছে মানুষ, কখনও সিংহ মানুষকে খেয়ে ফেলছে।

মানুষখেকো ১৮টি সিংহের ট্রায়াল চলছে, খুনি হলে যাবজ্জীবন সাজা!

আপাতত এই এশীয় সিংহের সংখ্যা কমতে কমতে মাত্র ৪০০তে এসে ঠেকেছে। আফ্রিকার বাইরে একমাত্র এখানেই সিংহ দেখতে পাওয়া যায়। সেখানেই বিপন্ন হয়ে পড়েছে সিংহরা।

গুজরাতের গীর অরণ্যে ২৭০টির বেশি সিংহকে রাখা সম্ভব নয়। বাকী সিংহকে অন্য জায়গায় ছড়িয়ে দিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তবে তার জবাব এখনও গুজরাত সরকার দেয়নি। আক তার মাঝেই মানুষহত্যার মোকদ্দমা শুরু হয়ে সিংহকুলের নামে।

খুনের দায়ে 'মানুষখেকো বাঘ', বন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮টি সিংহকে চিহ্নিত করে তাদের থাবা পরীক্ষা করা হয়েছে। এছাড়া মানুষখেকো সিংহটি কে বা কারা তা জানতে আরও কয়েকটি পরীক্ষা হয়েছে। তার রিপোর্ট সামনে এলেই নিশ্চিত হওয়া যাবে।

যৌন কেলেঙ্কারির জেরে বিরহ বেলা কাটিয়ে ফের চিড়িয়াখানায় একত্রে দুই কামার্ত গাধা

গুজরাতের এক শীর্ষ বনকর্তা জানিয়েছেন, আমরা অপরাধী সিংহটিকে চিহ্নিত করে ফেলেছি। তবে রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুনি সিংহের খোঁজ জানা গেলেই তাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে। বাকীদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

English summary
Gujarat : 18 Lions On Trial For Murder, And The Culprit May Get A Life Zoo Sentence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X