For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি মুক্ত হোক সকল করোনা ড্রাগ, ২৫-র উর্ধ্বে সকলকেই টিকা দিক সরকার, দাবি কংগ্রেসের

জিএসটি মুক্ত হোক সকল করোনা ড্রাগ, ২৫-র উর্ধ্বে সকলকেই টিকা দিক সরকার, দাবি কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকেই এদিন মোদী সরকারের করোনা মোকাবিলা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে। শুধুমাত্র নির্দিষ্ট কৌশলের অভাবেই ভারতের করোনা পরিস্থিতির এই ভয়াবহ পরিণতি বলেও দাবি করেন তারা। অন্যদিকে রাজ্য রাজ্যে করোনার বাড়বাড়ন্ত টিকা সঙ্কট, ভেন্টিলেটর, অক্সিজেনের ঘাটতি নিয়ে তীব্র আক্রমণ শানান কংগ্রেস নেতারা। এদিকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিৎ বৈঠক থেকে একের পর এক আক্রমণ ধেয়ে এলেও এখনও বিশেষ মুখ খুলতে দেখা যায়নি বিজেপি নেতাদের।

জিএসটি মুক্ত হোক সকল করোনা ড্রাগ, ২৫-র উর্ধ্বে সকলকেই টিকা দিক সরকার, দাবি কংগ্রেসের

একইসাথে, বর্তমানে ৪৫ নয়, ২৫-র উর্ধ্বে সকলকেই টিকা দেওয়ারও আবেদন জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি যাঁদের অ্যাজমা, ডায়বেটিস, কিডনি ও লিভারের সমস্যা রয়েছে এমন সববয়সীদেরই দ্রুত করোনা টিকা দেওয়ার দাবি জানানো হয়েছে।অন্যদিকে আম-আদমিকে স্বস্তি দিতে সমস্ত করোনা ড্রাগ থেকে জিএসটি তুলে নেওয়ারও দাবি করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

একইসাথে করোনা মোকাবিলায় বিরোধীদের পরামর্শ শোনার বদলে কেন্দ্রের আক্রমণাত্মক আচরণেরও কড়া সমালোচনা করেন তিনি। অযথা বিরোধীদের কাঠগড়ায় তোলার পরিবর্তে গঠনমূলক কর্মসূচী গ্রহণেরও আবেদন জানান তিনি। একইসাথে দেশের স্বাস্থ্য পরিকাঠামো সহ অন্যান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব। মহামারীর মতো জাতীয় সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সবধরনের রাজনীতির উর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত বলেও মত প্রকাশ করেন সোনিয়া।

English summary
The government should vaccinate everyone above 25, the Congress demanded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X