For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ধাক্কা কোষাগারে, ১৯ মাসে সর্বনিম্ন জিএসটি সংগ্রহ

রশদ কমছে কোষাগারে। জিএসটি সংগ্রহেও বড় ধাক্কা খেল মোদী সরকার। সেপ্টেম্বরে জিএসটি সংগ্রহ করতে গিয়ে যা হাতে এসেছে কেন্দ্রীয় সরকারের তা গত ১৯ মাসে সর্মনিম্ন বলে খবর। জিএসটি বাবদ এবার সরকারের ঘরে এসেছে ৯১

Google Oneindia Bengali News

রশদ কমছে কোষাগারে। জিএসটি সংগ্রহেও বড় ধাক্কা খেল মোদী সরকার। সেপ্টেম্বরে জিএসটি সংগ্রহ করতে গিয়ে যা হাতে এসেছে কেন্দ্রীয় সরকারের তা গত ১৯ মাসে সর্মনিম্ন বলে খবর। জিএসটি বাবদ এবার সরকারের ঘরে এসেছে ৯১,৯১৬ কোটি টাকা। গত মাসে যা ছিল ৯৮,২০২ কোটি টাকা। আর গতবছর সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহ হয়েছিল ৯৪,৪৪২ কোটি টাকা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের সংগ্রহের থেকে ২.৬৭ শতাংশ বেশি।

ফের ধাক্কা কোষাগারে, ১৯ মাসে সর্বনিম্ন জিএসটি সংগ্রহ

চলতি বছরে সেপ্টেম্বরে মোট ৯১,৯১৬ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিজিএসটি ১৬,৬৩০ কোটি টাকা, এসজিএসটি ২২,৫৯৮ কোটি টাকা, আইজিএসটি ৪৫,০৬৯ কোটি টাকা।
জিএসটি সংগ্রহে ঘাটতি। তার উপরে বাড়ছে দেনার বোঝা। শেয়ার বাজারের মন্দা অবস্থা। সব মিলিয়ে একেবারে শিয়রে সংক্রান্তি দশায় পরিণত হয়েছে দেশের আর্থিক পরিস্থিতি। শেয়ার বাজারকে চাঙ্গা করতে জিএসটিতেও রদবদল করতে হয়েছে মোদী সরকারকে। একাধিক দ্রব্যের উপর জিএসটি কমাতে বাধ্য হয়েছে মোদী সরকার। সেকারণেই এই ঘাটতি বলে মনে করা হচ্ছে। তবে এই গতিতে চলতে থাকলে দেশের আর্থিক সংকট আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কারণ উ‌ৎসবের মরশুমেও শেয়ার বাজারের অবস্থা ফেরার কোনও আশা নেই।

English summary
GST recorded the lowest revenue collection in 19 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X