For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি রেট কমল ২৯ টি পণ্য ও ৫৩ টি পরিষেবাতে, যা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

দেশের পণ্য ও পরিষেবা বিষয়ক কর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রয়েছে জিএসটি কাউন্সিলের। আর বাজেটের আগে, সেই কাউন্সিলের বৈঠকে বৃহস্পতিবার বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • |
Google Oneindia Bengali News

দেশের পণ্য ও পরিষেবা বিষয়ক কর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রয়েছে জিএসটি কাউন্সিলের। আর বাজেটের আগে, সেই কাউন্সিলের বৈঠকে বৃহস্পতিবার বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, ২৯ টি পণ্য ও ৫৩ টি পরিষেবাতে কমানো হচ্ছে জিএসটি রেট। আগামী ২৫ জানুয়ারি থেকে নয়া জিএসটি রেট লাগু করা হবে।

জিএসটি রেট কমল ২৯ টি পণ্য ও ৫৩ টি পরিষেবাতে, যা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের ২৪ তম বৈঠক ঘিরে সকলেরই নজর ছিল। বাজেটের আগে, এই বৈঠক থেকে ঠিক কী কী উঠে আসতে পারে, তা নিয়ে অর্থনীতি বিশেষজ্ঞদের নজর ছিল। এদিকে, জিএসটি-কে আরও সহজ সরল পক্রিয়াতে আনার বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিত করেনি কাউন্সিল, বলে খবর। এবিষয়ে বৈঠকে বিশে। উদ্যোগ নেন নন্দন নিলেকানি। তবে বৈঠকে, রিয়েল এস্টেট ও পেট্রোলিয়াম জাত পণ্যের দাম নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জিএসটি-র অন্তর্গত রেখে প্রচুর 'রিটার্ন ফর্ম' -কেও একটি মাত্র ফর্মে পরিণত করার ককতা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে, রাজ্যগুলির অন্তবর্তী 'ই-ওয়ে' ১ ফেব্রুয়ারির মধ্যেই প্রয়োজনীয় হয়ে পড়বে। এজন্য ১৫ টি রাজ্য এই বিল আনার পক্ষে মত দিয়েছে। এদিনের বৈঠকে , আয়ের অংশ নিয়েও আলোচনা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান অরুণ জেটলি।

English summary
GST council- the apex decision making body on Goods and Services Tax (GST) - on Thursday revised rates on 29 items and 53 categories of services, finance minister Arun Jaitley said after the council's 24th meeting held in Delhi. The meeting held special significance as key decisions were expected to come out ahead of the Union Budget, to be presented on February 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X