For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি-র পথ চলা : আজ মাঝরাতে ঠিক কী কী হতে পারে

বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও এদিন মধ্যরাতে সংসদে উদ্বোধনের মধ্য দিয়ে জিএসটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

আজ শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে লাগু হতে চলেছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। দেশের সবচেযে বড় কর সংষ্কারের পথে কেন্দ্র হাঁটতে চলেছে। স্বাধীনতার পরে দেশে এত বড় কর সংষ্কার আগে হয়নি। এদিনের পর থেকে কেন্দ্র ও রাজ্য কর যুক্ত হয়ে একটি পণ্যের ক্ষেত্রে একবারই কর দিতে হবে। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

জিএসটি চালু হওয়ার পরে গোটা ইউরোপীয় ইউনিয়নরে চেয়েও বড় একত্রিত বাজার হবে ভারতের। রাজ্যগুলির সীমানার বাঁধন ছাড়িয়ে জিএসটি দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও তরান্বিত করবে বলেই মনে করছে বাণিজ্য মহল। এর আগে বহুবার জিএসটি লাগু করার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার কথা হয়েছে। তবে কেন্দ্র সরকার তা মানেনি। বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও এদিন মধ্যরাতে সংসদে উদ্বোধনের মধ্য দিয়ে জিএসটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। [আরও পড়ুন : অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

জিএসটি-র পথ চলা : আজ মাঝরাতে ঠিক কী কী হতে পারে

কী হতে পারে আজ

এদিন মধ্যরাতের পর থেকেই জিএসটিতে পা রাখতে ভারত। ঐতিহাসিক এদিনের পার্লামেন্ট সেশনের উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাত ১১টা থেকে শুরু হয়ে ১২টা ১০ মিনিট পর্যন্ত চলবে সংসদ। এদিন জিএসটির উপরে দুটি শর্ট ফিল্ম দেখানো হবে। এবং ল্যাপটপ থেকে জিএসটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে, জানুন এখুনি]

কেন মধ্যরাতের সংসদীয় সেশন গুরুত্বপূর্ণ

দেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে ১৯৯৭ সালে সংসদ বসেছিল মাঝরাতে। তারও আগে ভারত ছাড়ো আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ১৯৯২ সালে মধ্যরাতে সংসদ বসেছিল। তবে এই প্রথম কোনও ঘটতে চলা ঘটনার উদযাপন করতে মধ্যরাতে সংসদ বসতে চলেছে।

কারা এদিন সংসদে থাকবেন

এদিন শেষপর্যন্ত বিরোধীদের কারা কারা সংসদে উপস্থিত থাকবেন তা নিশ্চিত নয়। তবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থাকবে না বলে জানিয়ে দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন। সবমিলিয়ে মোট ৬০০ জন সংসদ ও মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অধ্যক্ষ সুমিত্রা মহাজনও এদিন সংসদে উপস্থিত থাকবেন।

সংসদে এদিন বিশেষ অতিথিরাও উপস্থিত থাকতে পারেন বলে খবর। জানা গিয়েছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এদিন মধ্যরাতে সংসদে উপস্থিত থাকতে পারেন। এছাড়া নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন, শিল্পপতি রতন টাটার মতো ব্যক্তিত্বরা।

English summary
GST: All about the midnight session of Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X