For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে মিলল সোনার খনির সন্ধান! অবস্থান জানাল জিএসআই

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বড় ধরনের সোনার খনির সন্ধান দিল। তারা জানিয়েছেন, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতারদারি গ্রামে ২৫০ কেজি সোনার সঞ্চয় রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বড় ধরনের সোনার খনির সন্ধান দিল। তারা জানিয়েছেন, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতারদারি গ্রামে ২৫০ কেজি সোনার সঞ্চয় রয়েছে। এই গ্রামের অবস্থান স্টিল টাউনশিপ জামশেদপুর থেকে ২০ কিমি দক্ষিণে। ইতিমধ্যেই এব্যাপারে চূড়ান্ত রিপোর্ট ৩ জুন জমা দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সরকারের কাছে।

সারা দেশে স্কুল কলেজ খুলবে অগাস্টে! সম্ভাব্য তারিখ জানালেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রীসারা দেশে স্কুল কলেজ খুলবে অগাস্টে! সম্ভাব্য তারিখ জানালেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী

সোনার খনির নিলাম

সোনার খনির নিলাম

জিএসআই-এর বিবৃতিতে বলা হয়েছে, শীঘ্রই এই সোনার খনির নিলাম করার প্রক্রিয়া শুরু করা হবে।

কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতে খুশির খবর

কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতে খুশির খবর

সারা দেশে করোনা সংক্রমণ নিয়ে জটিল পরিস্থিতি। তার ওপর লকডাউনের জেরে অর্থনীতির অবস্থাও খারাপ। সেই পরিস্থিতিতে সোনার খনির খোঁজ খুশির খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জিএসআইএ-র কাজ

জিএসআইএ-র কাজ

সোনা নিয়ে সন্ধান চালানোর সময়, ছটি বোর হোল খোঁড়া হয়েছিল। যেগুলির গভীরতা ছিল ৬০০ মিটার করে। সেখান থেকে সাতশোর বেশি নমুনা সংগ্রহ করে হয়। তারপর পরীক্ষা করে , সোনার পরিমাণ নিয়ে নিশ্চিত হন জিএসআই আধিকারিকরা। জানা গিয়েছে, সোনার অনুসন্ধানের জন্য কাজ শুরু হয়েছিল ২০০৯-১০ সালে।

 উত্তর প্রদেশের সোনভদ্রে সোনার খনি

উত্তর প্রদেশের সোনভদ্রে সোনার খনি

এবছরের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের সোনভদ্রে সোনার খনির খোঁজ পাওয়া গিয়েছিল। প্রথমে বলা হয়েছিল, সেখানে ৩ হাজার ৩৫০ টন সোনার মজুত রয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। যদিও পরে জানানো হয় যা রটেছে, তার থেকে অনেক কম সোনার ভাণ্ডার রয়েছে সেখানে।

English summary
GSI claims to discover 250 kg of gold reverve in Jharkhand's East Singbhum district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X