For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে প্রতারণা, অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে এসবিআই ডেবিট কার্ডের পিন বদলের সহজ উপায় জানুন

বাড়ছে প্রতারণা, অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে এসবিআই ডেবিট কার্ডের পিন বদলের সহজ উপায় জানুন

  • |
Google Oneindia Bengali News

করোনাকালে একদিকে যেমনব বেড়েছে অনলাইন ব্যাঙ্কিংয়ের পরিমাণ তেমনই পাল্লা দিয়ে বেড়েছে জালিয়াতি। একটু ভুলচুক হলেই গ্রাহকজের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে গায়েব হয়ে গিয়েছে বেনামী প্রতারকরা। একটু অসতর্ক হলেই ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য জেনে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাবা বসাচ্ছে জালিয়াতরা। তাই প্রতারকদের হাত থেকে অ্যাকাউন্টকে সুরক্ষিত বারেবারে পিন বদলানোর পরামর্শ দিচ্চেন সাইবার বিশেষজ্ঞরা।

বাড়ছে প্রতারণা, অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে এসবিআই ডেবিট কার্ডের পিন বদলের সহজ উপায় জানুন

কিন্তু আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার গ্রাহক হন তাহলে ঘরে বসে সহজেই বদলে ফেলতে পারেন এটিএম কার্ডের পিন। তবে ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াও মোবাইলে YONO অ্যাপ এমনকী এটিএমে গিয়েও বদলে নিতে পারেন নিজের পিন। তবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পিন বদলাতে আপনাকে প্রথমেই যেতে online SBI portal -এ। তারপরেই মেনবারে গিয়ে ক্লিক করুন ই-সার্ভিসেস অপশনটি।

তারপরেই স্ক্রিনের ডানদিকে থাকা Request Tab -এ ক্লিক করুন। এরপর আপনার কার্ডের বিশদ বিবরণ যেমন যেমন ডেবিট কার্ড নম্বর, এক্সপায়েরি ডেট দিন সংশ্লিষ্ট জায়গায়। আর তারপরে সহজেই জেনারেট করে নিন আপনার নতুন পিন। তবে এই কাজে আপনি ফোন ব্যাঙ্কিংয়ের সুবিধাও নিতে পারে। কাজে আসতে পারে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) কল।

নির্বাচনী ইস্তেহার মতোই কাজ শুরু, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় সিদ্ধান্তের অনুমোদন মমতার মন্ত্রিসভায়নির্বাচনী ইস্তেহার মতোই কাজ শুরু, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় সিদ্ধান্তের অনুমোদন মমতার মন্ত্রিসভায়

এর জন্য আপনাকে শুধু 02227566598 নম্বর বা এসবআই টোল ফ্রি নম্বরে কল করেও হতে পারে মুশকিল আসান। এই ক্ষেত্রে শুধু ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স কলের নির্দেশ মতো মোবাইলেই ডায়াল করতে হবে আপনার কার্ডের ডিটেলস। পাশাপাশি এটিএম নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে লিখিত আবেদন করলেও হয়ে যাবে পিন চেঞ্জ। সঙ্গে নিকটবর্তী এসবিআই এটিএম-এ গিয়ে পিন চেঞ্জ অপশনের মাধ্যেও হতে পারে আপনার কাঙ্খিত কাজ।

English summary
Learn the easy way to change the PIN of SBI Debit Card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X