For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস মোকাবিলা, মোদীকে চরম পদক্ষেপ নিতে অনুরোধ ভেঞ্চার ক্যাপিটালিস্টদের

করোনা ভাইরাস মোকাবিলা, মোদীকে চরম পদক্ষেপ নিতে অনুরোধ ভেঞ্চার ক্যাপিটালিস্টদের

  • |
Google Oneindia Bengali News

ভারতে ক্রমেই ছড়াচ্ছে করোনা ভাইরাস। যার মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীকে চূড়ান্ত পদক্ষেপ নিতে অনুরোধ একঝাঁক ভেঞ্চার ক্যাপিটালিস্টদের। চূড়ান্ত পদক্ষেপের মধ্যে রয়েছে, লকডাউন এবং ১৪৪ ধারা জারির মতো বিষয়। করোনা ভাইরাস মোকাবিলায় দেশের বড় শহরগুলিতে এই সপ্তাহেই এই ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

যে সব দেশ আগে ব্যবস্থা নিয়েছে, সফল তারাই

যে সব দেশ আগে ব্যবস্থা নিয়েছে, সফল তারাই

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আরবান কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অভিরাজ সিং ভাল জানিয়েছেন, যেসব দেশ প্রথমেই কড়া ব্যবস্থা নিয়েছে সেইসব দেশের কথা। তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান। এই দেশগুলির সঙ্গে তিনি তুলনা করেছেন অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া ইরান, ইতালি ও আমেরিকার কথা।

ভেঞ্চার ক্যাপিটালিস্টদের দাবি

ভেঞ্চার ক্যাপিটালিস্টদের দাবি

ভেঞ্চার ক্যাপিটালিস্টরা বলেছেন, ভাইরাসের কোনও বৈষম্য নেই। শক্ত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ শুরুতেই নিতে হবে। বড় শহরগুলোতে ১৪৪ ধারা জারির পাশাপাশি পুরোপুরি লক ডাউনে যেতে হবে ২০ মার্চ শুরু হওয়া সপ্তাহ থেকে অন্তত ২ সপ্তাহের জন্য।

সমর্থন ৫০-এর বেশি উদ্যোগপতির

সমর্থন ৫০-এর বেশি উদ্যোগপতির

আরবান কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অভিরাজ সিং ভাল ছাড়াও এই তালিকায় রয়েছেন, স্ন্যাপডিলের কুণাল ভাল, রেডবাসের ফনিন্দ্র সামা এবং ম্যাপ মাই ইন্ডিয়ার রোহন ভার্জমা।

অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের অনুরোধ

অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের অনুরোধ

একইসঙ্গে অনুরোধ করা হয়েছে, খাবার, ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ যাতে ঠিক থাকে সেই বিষয়টিও দেখতে হবে। পাশাপাশি যাতে পাবলিক ট্রান্সপোর্ট ঠিক থাকে তার জন্যও আবেদন জানানো হয়েছে।

 কেরলে 'করোনা' নামেই তুষ্টি, সেলফি তুলতে ব্যস্ত অনেকে কেরলে 'করোনা' নামেই তুষ্টি, সেলফি তুলতে ব্যস্ত অনেকে

English summary
Group of venture capitalist and start up appeals to PM to impose strict lock down on Coronavirus scare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X