For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্ত হচ্ছে মাটি, নীতীশের প্রত্যাবর্তনের পরেও বিহারে ১৮ আসনে এগিয়ে বামেরা

শক্ত হচ্ছে মাটি, নীতীশের প্রত্যাবর্তনের পরেও বিহারে ১৮ আসনে এগিয়ে বামেরা

  • |
Google Oneindia Bengali News

প্রথম দফার গণনা শুরু হতেই খানিটা হলেও মিলতে শুরু করেছিল বুথ ফেরত সমীক্ষার ফল। কিন্তু যতই বেলা গড়াতে থেকেছে ততে বিরোধী মহাজোটের বাড়া ভাতে ছাই দিয়ে ক্রমশ এগিয়ে গিয়েছে জেডিইউ-বিজেপি নেতৃত্বাধানী এনডিএ জোট। এদিকে গতবারের থেকে এবারের নির্বাচনে বামেদের ফল যে বেশ খানিকটা ভালো হতে চলেছে তা প্রথম দফার গণনা পর্বের পরেই পরিষ্কার।

১৮ টি আসনে এগিয়ে বামেরা

১৮ টি আসনে এগিয়ে বামেরা

এদিকে প্রথম রাউন্ডের গণনা পর্ব শেষের পর দেখা যাচ্ছে বিহারে ১২৭ টি আসনে এগিয়ে রয়েছে নীতীশ শিবিরর। অন্যদিকে ১০৫টি আসনে এগিয়ে রয়েছে আরজেডি-কংগ্রেস ও বামেদের জোট। অন্যদিকে বিহারের ২৯ টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখনও অবধি ১৮ থেকে ১৯ টা আসনে এগিয়ে রয়েছে বাম প্রার্থীরা।

 মোট কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থীরা ?

মোট কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থীরা ?

প্রসঙ্গত উল্লেখ্য, বামেদের ২৯ আসনের মধ্যে ১৯ টি আসনে লড়ছেন সিপিআইএমএল প্রার্থীরা। তাদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন পালিগঞ্জ আসনে সিপিআইএমএল পদপ্রার্থী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আইসার ছাত্র নেতা তথা ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপ সৌরভ। বাকি ৬টি আসনে সিপিআই ও ৪টি আসনে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরজেডি-কংগ্রেসের হাত ধরেই বিহারে হবে নকশাল জাগরণ, তোপ গেরুয়া শিবিরের

আরজেডি-কংগ্রেসের হাত ধরেই বিহারে হবে নকশাল জাগরণ, তোপ গেরুয়া শিবিরের

এদিকে গত বিধানসভাতেও গোটা রাজ্যে ৩ টি আসনে জয়লাভ করেছিল সিপিআইএমএল প্রার্থীরা। তবে বামেদের বাকী দুই শরিকের ভাগ্যে এবারে কোনও শিকে ছেঁড়ে কেনে তা জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এদিকে আরজেডি-কংগ্রেস জোটের হাত ধরেই বিহারে ফের নকশাল জাগরণ হতে চলছে বলে নির্বাচনী সভা থেকেই তোপ দাগতে মোদী-যোগীকে।

কোন কোন আসনে এগিয়ে বাম প্রার্থীরা ?

কোন কোন আসনে এগিয়ে বাম প্রার্থীরা ?

এদিকে শুধুমাত্র পালিগঞ্জ নয়, আগিয়াওন, আরাহ, আরওয়াল, বলরামপুর, বিভূতিপুর, দারুলি, দারুন্ধা, ডুমরন, ঘোসি, করাকাত, মাঞ্জি, মাটিহানী, পালিগঞ্জ, তারাড়ি, ওয়ারিশনগর, জিরাদেই, বাছোয়ারা, এবং বাখরি আসনেও এগিয়ে রয়েছেন বাম প্রার্থীরা। এদিকে বিগত দশক থেকেই বিহারে ধীরে ধীরে অনেকটাই বেড়েছে বামেদের শক্তি। গত বিধানসভায় সিপিআইএমএল-র দখলে তিনটি আসন গেলেও, ২০১০ সালের নির্বাচনে সিপিআই পায় ১ টি আসন। এমতাবস্থায় দাঁড়িয়ে চলতি বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয় তা জানতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

EVM হ্যাক হয়েছে বিহারে, রিগিং করেছে বিজেপি, গুরুতর অভিযোগ পুস্পম প্রিয়ারEVM হ্যাক হয়েছে বিহারে, রিগিং করেছে বিজেপি, গুরুতর অভিযোগ পুস্পম প্রিয়ার

{quiz_415}

English summary
Though Nitish Kumar's return was seen Left candidates are ahead in 18 seats in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X