For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট শুরুর আগে অশান্তি অসমে! কার্বি আংলং-এ গ্রেনেড বিস্ফোরণ

দ্বিতীয় দফার ভোট শুরুর আগে অসমের কার্বি আংলং-এ গ্রেনেড বিস্ফোরণ। বুধবার সন্ধেয় বকোলিয়াঘাটে এই বিস্ফোরণ হয়বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফার ভোট শুরুর আগে অসমের কার্বি আংলং-এ গ্রেনেড বিস্ফোরণ। বুধবার সন্ধেয় বকোলিয়াঘাটে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। বিস্ফোরণে সেখানে দাঁড়িয়ে থাকা অসমের নম্বর প্লেট লাগানো একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকের আঘাত লেগেছে। বিস্ফোরণের পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভোট শুরুর আগে অশান্তি অসমে! কার্বি আংলং-এ গ্রেনেড বিস্ফোরণ

অসম পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনায় দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ নতুন গঠিত জঙ্গি গোষ্ঠী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি এই বিস্ফোরণের পিছনে রয়েছে। কেননা সেখানে এই গোষ্ঠী ৩৬ ঘন্টার বন্ধ ডেকেছিল এই জঙ্গি গোষ্ঠী। বুধবার বিকেল ৫ টা থেকে এই বন্ধ শুরু হয়েছে।

অসমের ডিজিপি কুলধর শইকিয়া বলেছেন, কার্বি আংলং-এর এসপি ঘটনার তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলেও গিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: পুরুলিয়ায় ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ! গাছ থেকে উদ্ধার দেহ][আরও পড়ুন: পুরুলিয়ায় ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ! গাছ থেকে উদ্ধার দেহ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রেনেড বিস্ফোরণ হয় স্থানীয় ব্যবসায়ী অনিল গুপ্তার বাড়ির বাইরে। স্থানীয়দের ভয় দেখাতেই এই বিস্ফোরণ
বলে মনে করছে প্রশাসন। বৃহস্পতিবার অসমের ৫ টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

[আরও পড়ুন: ইসলামপুর মহম্মদ সেলিমের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি, রিপোর্ট তলব কমিশনের][আরও পড়ুন: ইসলামপুর মহম্মদ সেলিমের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি, রিপোর্ট তলব কমিশনের]

[আরও পড়ুন:LIVE লোকসভার দ্বিতীয় দফার মহারণ ৯৫টি কেন্দ্রে ][আরও পড়ুন:LIVE লোকসভার দ্বিতীয় দফার মহারণ ৯৫টি কেন্দ্রে ]

English summary
Grenade explosion took place in Bokoliaghat of Assam’s Karbi Anglong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X