For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যন্তর মন্তরে নিষিদ্ধ হল ধর্না, বিক্ষোভ, দিল্লি পুরসভা ও পুলিশকেও ভর্ৎসনা পরিবেশ আদালতের

যন্তর মন্তরে যেকোনও রকমের বিক্ষোভ, প্রতিবাদ, ধর্নার ওপর নিষেধাজ্ঞা জারি করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

যন্তর মন্তরে যেকোনও রকমের বিক্ষোভ, প্রতিবাদ, ধর্নার ওপর নিষেধাজ্ঞা জারি করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ঐতিহাসিক এই জায়গা এখন বিক্ষোভ- প্রতিবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছে পরিবেশ আদালত। যখনই কোনও বিক্ষোভ কর্মসূচি হয়, এই জায়গা একেবারে নরকে পরিণত হয়ে বলে পর্যবেক্ষণ পরিবেশ আদালতের।

যন্তর মন্তরে নিষিদ্ধ হল ধর্না, বিক্ষোভ, দিল্লি পুরসভা ও পুলিশকেও ভর্ৎসনা পরিবেশ আদালতের

সেইসঙ্গে দিল্লি পুরসভাকেও ঠুকতে ছাড়েনি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও দিল্লি পুলিশও যন্তর- মন্তরের পরিচ্ছন্নতা বজায় রাখতে একেবারেই ব্যর্থ হয়েছে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্য়বস্থার নামে পুলিশ ও পুরসভা যা করেছে তা নিছকই লোক দেখানো। এমনকী স্থানীয় বাসিন্দাদের অভিযোগকেও পাত্তা দেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ আদালত।

দিন কয়েক আগে গো- রক্ষা আন্দোলনের নামে প্রচুর মানুষ গরুর গাড়ি নিয়ে যন্তর মন্তরে হাজির হয়েছিলেন। সেসময়ও ঐতিহাসিক এই জায়গার যা অবস্থা হয়েছিল, তাতে স্থানীয় বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল বলেও জানিয়েছে পরিবেশ আদালত।

যন্তর মন্তরে নিষিদ্ধ হল ধর্না, বিক্ষোভ, দিল্লি পুরসভা ও পুলিশকেও ভর্ৎসনা পরিবেশ আদালতের

সেইসঙ্গে সারা বছর যন্তর মন্তরে ভাষণ, বক্তৃতার জেরেও আশে পাশের মানুষ বিশেষত বৃদ্ধ ও পড়ুয়াদের খুবই অসুবিধা হয় বলে জানিয়েছেন পরিবেশ আদালতের বিচারক। এমনকী যন্তর -মন্তরে আসা যাওয়ার পথেও চরম যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে আদালত। যন্তর-মন্তরের পথে ধর্না বিক্ষোভ এবং অনুমতি ছাড়াই সেখানে মাইক বাজানো, অস্থায়ী ক্য়াম্প সবটাই বেআইনি বলে রায় দিয়েছে পরিবেশ আদালত।

English summary
National Green Tribunal bans all dharna, protests at Historical Jantar Mantar, NGT also slams Delhi civic bodies and police for inaction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X