For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে পাশ গ্র্যাচুইটি বিল, লাভবান হচ্ছেন বেসরকারী কর্মীরা

সংসদের উভয় কক্ষেই পাশ হয়ে গেল নতুন গ্র্যাচুইটি বিল। গত সপ্তাহেই লোকসভায় পাস হয়েছে বিলটি। রাজ্যসভায় বিলটি বৃহস্পতিবার ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

সংসদের উভয় কক্ষেই পাশ হয়ে গেল নতুন গ্র্যাচুইটি বিল। গত সপ্তাহেই লোকসভায় পাস হয়েছে বিলটি। রাজ্যসভায় বিলটি বৃহস্পতিবার ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয়ে যায়। এর আগে বাজেট পেশের আগে চলতি বছরেই এই বিলটি সংশোধনের কথা জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সংসদে পাশ গ্র্যাচুইটি বিল, লাভবান হচ্ছেন বেসরকারী কর্মীরা

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙওয়ার রাজ্যসভায় বিলটি পেশ করেন। আর তার সঙ্গে সঙ্গেই ধ্বনি ভোট পাশ হয় এই বিল যার দ্বারা উপকৃত হচ্ছেন বেসরকারী কর্মীরা। নয়া নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি গ্র্যাচুয়িটি বাবদ ২০ লক্ষ টাকা পেলেও তাঁকে আর কোনও কর দিতে হবে না। এর আগে এই করছাড়ের পরিমাণটা সীমাবদ্ধ ছিল ১০ লক্ষ টাকা পর্যন্ত। ফলে করছাড়ের সীমা বেড়ে যাওয়াতে লাভবান হবেন এদেশের বহু বেসরকারী কর্মীরা।

মহিলাদের মাতৃত্বকালীন ছুটিকে ধরেও এই বিলে গ্র্যাটুইটি হিসাব করার কথা বলা হয়েছে বেসরকারী মহিলা কর্মীদের জন্য। উল্লেখ্য, কোনও সংস্থা থেকে গ্র্যাচুইটি পেতে হলে , অন্তত ৫ বছর ওই সংস্থায় কাজ করতে হবে তাঁকে।

English summary
Gratuity Bill Passed By Parliament Today, heres Informations related to it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X