For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মতাদর্শকে অপমান করা হয়েছে! রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের সাভারকরের নাতির

হিন্দু মতাদর্শকে অপমান করা হয়েছে! রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের সাভারকরের নাতির

Google Oneindia Bengali News

রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দু মতাদর্শকে অপমান করার জন্য সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর অভিযোগ দায়ের করেন। যদিও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।রঞ্জিত সাভারকর বলেন, মহারাষ্ট্রে কংগ্রেস প্রধান নানা প্যাটেলের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করা উচিত।

কী বলেছেন রাহুল গান্ধী

কী বলেছেন রাহুল গান্ধী

একদিন আগেই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার মহারাষ্ট্রে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে রাহুল গান্ধী অভিযোগ করেন, ইংরেজদের কাছে সাভারকর অনুগ্রহ প্রার্থনা করেছিলেন। তিনি বুধবার মহারাষ্ট্রে এক সাংবাদিক সম্মেলনে সাভারকরের একটি চিঠির অনুলিপি প্রকাশ্যে আনেন। সেখানে সাভরকর ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে অভিযোগ। রাহুল গান্ধী চিঠির অনুলিপি পড়তে পড়তে বলেন, 'সাভারকরজি এখানে লিখেছেন, আমি আপনাদের বাধ্য হয়ে থাকব। আমাকে ছেড়ে দিন। রাহুল গান্ধী বলেন, চিঠির নীচে সাভরকারের স্বাক্ষর রয়েছে। এর অর্থ হল, তৎকালীন ব্রিটিশ সরকারকে সাভরকার ভয় পেয়েছিলেন।'

সাভারকর নয়, আমাদের আদর্শ বিরসা মুন্ডা

সাভারকর নয়, আমাদের আদর্শ বিরসা মুন্ডা

রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'জহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বছরের পর বছর জেলে কাটিয়েছেন। তবে তাঁরা কখনই এই ধরনের চিটিতে সাক্ষর করেননি। এই দুটি মতাদর্শ আপনাদের কাছে রইল। আমরা কখনই স্বৈরাচারী শাসক। আমাদের দল সব সময় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। রাহুল গান্ধী বিরসা মুন্ডা জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিমে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, 'ব্রিটিশরা তাঁকে জমি দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তারপরেও বিড়সা মুন্ডা ব্রিটিশদের কাছে মাথা নত করেননি। বরং মৃত্যু বরণ করেছিলেন। কংগ্রেস বিড়ষা মুণ্ডার আদর্শে চলে। আরএসএস ও বিজেপি সারভারের আদর্শে চলে, যিনি ভয়ে ইংরেজের কাছে আত্মসমর্পণ করেছিলেন।'

রাহুল গান্ধীর বিরোধিতা উদ্ধব ঠাকরের

রাহুল গান্ধীর বিরোধিতা উদ্ধব ঠাকরের

রাহুল গান্ধীর এই মন্তব্যের সরাসরি বিরোধিতা করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, রাহুল গান্ধী সাভরকরকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা তাঁর নেতৃত্বাধীন শিবসেনা সমর্থন করে না। রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের পর তীব্র বিরোধিতা করেন বিজেপি। কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য শিবসেনাকেো বিজেপির কটাক্ষের মুখে পড়তে হয়। পাল্টা জবাবে সেনা সভাপতি বলেন, বিজেপিও পিডিপির সঙ্গে জোট করেছিল। কিন্তু পিডিপির কোনও নেতা বা কর্মী কোনওদিন ভারত মাতাকি জয় বলবে না।

বিতর্কে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা

বিতর্কে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা

একটি ভিডিওকে কেন্দ্র করে ফের বিতর্কের মুখে পড়েছে ভারত জোড়ো যাত্রা। বুধবার মহারাষ্ট্রে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের ঘোষণা করেন। মঞ্চে উপস্থিত নেতারা নিজেদের অবস্থান নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হয়। কিন্তু সেখানে জাতীয় সঙ্গীতের বদলে অন্য গান চলতে শুরু করে। কংগ্রেসের নেতারা বুঝতে পেরে প্রায় সঙ্গে সঙ্গে সেই গানটি বন্ধ করেন। জাতীয় সঙ্গীত চালানো হয়। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। বিজেপি নেতারা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন।

তীব্র কর্মী সঙ্কোচনের মধ্যে মেটার ভারতীয় শাখার নতুন প্রধান, কে এই সন্ধ্যা দেবনাথনতীব্র কর্মী সঙ্কোচনের মধ্যে মেটার ভারতীয় শাখার নতুন প্রধান, কে এই সন্ধ্যা দেবনাথন

English summary
For 'Insulting' Hindutva grandson of Savarkar lodges complain against Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X