For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথের আকাশে উড়বে রাফালে সহ ৭৫টি বিমান, কেন জানেন

প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথের আকাশে উড়বে রাফালে সহ ৭৫টি বিমান

Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের প্যারেড নিয়ে সর্বদাই আলাদা আকর্ষণ অনুভব করে ভারতের নাগরিকরা। প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিত্যনতুন চমক অপেক্ষা করে থাকে। ব্যতিক্রম নয় এই বছরও। এ বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথের আকাশে উপর দিয়ে উড়বে রাফালে সহ ভারতীয় বায়ুসেনার ৭৫টি বিমান। ভারতীয় বায়ুসেনার জনসংযোগ আধিকারিক উইং কম্যান্ডার ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন যে এটি আজাদি কা অমৃত মহোৎসবের অংশ।

রাফালে সহ ৭৫টি বিমান

রাফালে সহ ৭৫টি বিমান

বিনাশ ফর্মেশন করে পাঁচটি রাফালে জেট থাকবে এই ৭৫টি বিমানের সঙ্গে। এই প্রথমবার নৌবাহিনীর মিগ২৯কে ও পি৮১ বিমানও অংশ নেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ইন্দ্রনীল নন্দী এ প্রসঙ্গে বলেন, '‌প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আইএএফ, সেনাবাহিনী এবং নৌবাহিনীর বিমান সহ ৭৫টি বিমান নিয়ে রাজপথের উপর দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হবে। এটি আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'‌

আকাশপথেও সেনার মাহাত্ম্য প্রকাশ

আকাশপথেও সেনার মাহাত্ম্য প্রকাশ

তিনি এও বলেন, '‌বিনাশ ফর্মেশনে রাজপথের উপর দিয়ে পাঁচটি রাফালে উড়বে। নৌবাহিনীর মিগ২৯কে এবং পি৮১ নজরদারি বিমান এবং আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের জন্য ১৭ টি জাগুয়ার ফাইটার এয়ারক্রাফ্ট ৭৫-এর আকারে উড়বে।'‌

কোভিড পরিস্থিতিতেই হবে প্যারেড

কোভিড পরিস্থিতিতেই হবে প্যারেড

দিল্লির করোনা ভাইরাসের পরিস্থিতিকে মাথায় রেখে এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ২৪ হাজার মানুষ অংশ নিতে পারবেন বলে শনিবারই প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, ২০২০ সালে মহামারির আগে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১.‌২৫ লক্ষ মানুষ অংশ নিতেন। উল্লেখ্য, এ বছর প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই কেন্দ্রের রয়েছে একাধিক পরিকল্পনা। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে অন্তর্ভুক্ত করতে ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে বলে জানানো হয়েছে।

 ‌প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

‌প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

এটা সকলের কাছেই অবগত, প্রতি বছর ২৬ জানুয়ারি, দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় ভারত তার সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি প্রদর্শন করে। সেই দৃশ্য দেখার জন্য রাজপথে বহু মানুষ ভিড় জমান। তবে করোনা আবহের জন্য দর্শকের উপস্থিতি বন্ধ রাখা হয়েছে। সুরক্ষার কারণেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে যাই হোক ভার্চুয়ালি এই দিনে সেনার ক্ষমতা দেখার জন্য উন্মুখ হয়ে থাকে গোটা দেশের মানুষ।

English summary
On Republic Day, 75 aircraft, including the Rafale, will fly over the Rajpath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X