For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূস্বর্গে এবার মহাজোট! সরকার গড়তে হাত ধরাধরি করতে পারে তিনটি দল

ভারতীয় জনতা পার্টিকে আটকাতে এবার ভূস্বর্গ কাশ্মীরে হতে পারে মহাজোট। সরকার গড়তে এবার পাশাপাশি আসার সম্ভাবনা তৈরি হয়েছে পিডিপি ও কংগ্রেসের।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় জনতা পার্টিকে আটকাতে এবার ভূস্বর্গ কাশ্মীরে হতে পারে মহাজোট। সরকার গড়তে এবার পাশাপাশি আসার সম্ভাবনা তৈরি হয়েছে পিডিপি ও কংগ্রেসের। তাদের সমর্থন করতে পারে ন্যাশনাল কনফারেন্সও। সূত্রের খবর, তিনটি দলই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছে। প্রাথমিক কথাবার্তাও হয়েছে।

ভূস্বর্গে এবার মহাজোট! সরকার গড়তে হাত ধরতে পারে তিনটি দল

গত জুন মাসে পিডিপি-বিজেপি জোট সরকার পড়ে যাওয়ার পর থেকে রাজ্যপালের শাসন চলছে কাশ্মীরে। আগামী ১৯ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। রাজ্যপালের শাসনকালের মেয়াদ কোনওভাবেই ছয় মাসের বেশি হয় না। ফলে তারপরে সরকার তৈরি না হলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে।

যদিও ঘটনা হল, আগের বিধানসভা ভেঙে দেওয়া হয়নি। তেমনটাই রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন। ফলে এই অবস্থায় সম্ভাবনা রয়েছে সরকার তৈরির। সেটাকেই বিরোধীরা কাজে লাগাতে চাইছে বলে মনে করা হচ্ছে।

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পিডিপি ও কংগ্রেসের জোট সরকার ছিল। সমর্থন ছিল ন্য়াশনাল কনফারেন্সের। এবারও তেমন সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ পিডিপির রয়েছে ২৮ জন, ন্যাশনাল কনফারেন্সের রয়েছে ১৫জন ও কংগ্রেসের রয়েছে ১২ জন বিধায়ক।

পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স বিরোধী শক্তি হিসাবে পরিচিত। তবে দুটি দল কাশ্মীরে জোট বাঁধলে তা রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে পিডিপিকে সরকার গড়তে সমর্থনের কথা ন্যাশনাল কনফারেন্স জানিয়েছিল। তবে সেকথায় কান না দিয়ে বিজেপির হাত ধরে পিডিপি।

English summary
Grand alliance in Jammu and Kashmir? PDP-Congress may join hands to form govt backed by NC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X