২০১৯-এ উত্তর প্রদেশে কত আসন পাবে বিজেপি, খোলাখুলি জানালেন অমিত শাহ
মহাজোট গড়েও বিজেপির বিজয় রথ আটকানো যাবে না। উত্তরপ্রদেশের মিরাটে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি দাবি করেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে বিজেপি ৭৪ টি-তে জিতবে।

উত্তর প্রদেশ বিজেপির এগজিকিউটিভ কমিটির বৈঠকে ভাষণ দিচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি বলেন, মহাজোট বিজেপির ফের ক্ষমতায় আসাকে আটকাতে পারবে না। উত্তর প্রদেশে বিজেপি এতটাই শক্তিশালী যে মহাজোট থামাতে পারবে না বিজেপিকে। উত্তর প্রদেশে ২০১৪-র থেকে বেশি আসনে জিতবে বিজেপি। এমনটাই দাবি করেছেন অমিত শাহ।
বিজেপি প্রধান বলেন, ২০১৯-এ যদি তারা ক্ষমতায় আসেন তাহলে, জাতিভিত্তিক পক্ষপাত ও স্বজনপোষণ দূর করা হবে। ডিজিপি ১৫ % -এ নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। যা করতে পারলে ভারত বিশ্বের শক্তিতে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন অমিত শাহ।
অমিত শাহ মিরাটে পৌঁছতেই দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে স্বাগত জানান ফুলের পাপড়ি ছড়িয়ে। মিরাটের সুভার্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুদিনের স্টেট এগজিকিউটিভ বৈঠকে যোগ দেন অমিত শাহ।
বিরোধীদের আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, নিজেদের শাসনের সময় দেশকে ধ্বংস করেছে কংগ্রেস। রাজনৈতিক দলগুলি যারা গরিবদের নিয়ে কথা বলে, তারা কখনই গরিবদের ঘর নিয়ে ভাবেনি। একমাত্র মোদীজি এবং যোগী আদিত্যনাথ গরিবরা যাতে ঘর পান সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।