For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ির ক্ষেত্রে খুব শিগগির 'জিপিএস' আবশ্যিক হতে পারে, মোদী সরকার হাঁটছে কোনপথে

গাড়ির ক্ষেত্রে খুব শিগগির 'জিপিএস' আবশ্যিক হতে পারে, মোদী সরকার হাঁটছে কোনপথে

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি ফাস্ট ট্যাগ দেশে আবশ্যিক হয়েছে। এর উদ্দেশ্য ছিল ফিডিক্যাল টোল বুথ যাতে আর না রাখতে হয় ভারতে। এরপর মোদী সরকার যান চলাচলের ক্ষেত্রে আরও বড় এক সিদ্ধান্তের পথে হাঁটছে বলে খবর রয়েছে। এবার জিপিএস নির্ভর এক পরিবহন ব্যবস্থার দিকে যেতে পারে ভারত।

কেন জিপিএস সিস্টেম?

কেন জিপিএস সিস্টেম?

প্রসঙ্গত, জিপিএস সিস্টেমের হাত ধরে যাতে কোনও গাড়িকে সরকারি আমলারা প্রয়োজনে ট্র্যাক করতে পারেন তার উদ্দেশে এমন করা হচ্ছে বলে খবর, 'ইন্ডিয়া টুডে'র। এর হাত ধরে এবার থেকে সম্পূর্ণভাবে সম্ভবত টোল বুথ উঠে যেতে পারে।

জিপিএসের প্রয়োজনীয়তা

জিপিএসের প্রয়োজনীয়তা

সংসদে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, আগামী বছরের মধ্যে দেশের সস্ত টোল প্লাজা উঠিয়ে দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে সরকারের। সেই জায়গায় জিপিএস সিস্টেমের মাধ্যমে অর্থ (টোল) সংগ্রহ হবে যার অন্যতম মাধ্যম হতে পারে ফাস্ট ট্যাগ।

জিপিএস ঘিরে কোন বন্দোবস্ত

জিপিএস ঘিরে কোন বন্দোবস্ত

জানা যাচ্ছে , গাড়ির জিপিএসের লোকেশন টোল সংগ্রহকারী অফিসারদের কাছে চলে যাবে। আর তার মাধ্যমে তা সরকারের নজরের আওতায় আসবে. আর তা সম্পন্ন হলেই গোটা ব্যবস্থপনা সম্পন্ন হবে। এদিকে, এরমাধ্যমেই সংগৃহিত হবে টোল।

জিপিএস ও কিছু সমস্যা

জিপিএস ও কিছু সমস্যা

প্রসঙ্গত, বর্তমানে দেশে বেশ কয়েকটি গাড়িতে জিপিএস ব্যবস্থাপনা রয়েছে। তবে বহু গাড়ি মোবাইলে জিপিএস বন্দোবস্তে ভরসা করে। সেক্ষেত্রে মোবাইলের জিপিএসের সঙ্গে টোল প্লাজার ট্র্যাকিংয়ে সমস্যা হতে পারে।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
GPS may get mandatory for cars as Govt initiates something new
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X