For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে বিনামূল্যে তাবড় ওয়াইফাই নেটওয়ার্ক চালুর পথে মোদী সরকার! কর্মসংস্থান ঘিরে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

দেশে বিনামূল্যে তাবড় ওয়াইফাই নেটওয়ার্ক চালুর পথে মোদী সরকার!কর্মসংস্থান ঘিরে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

এবার ভারতের ইন্টারনেট নেটওয়ার্ককে আরও গতি দিতে তৎপরতা শুরু করেছে মোদী সরকার। একদিকে যেমন রিলায়েন্সের ফাইভ জি নেটওয়ার্ক শুরুর তৎপরতা তুঙ্গে , তেমনই দেশজুড়ে তাবড় ওয়াইফাই নেটওয়ার্ক সহ একাধিক বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত

মন্ত্রিসভার সিদ্ধান্ত

পাবলিক ওয়াইফাইতে আরও বেশি উদ্যোগ বাড়াতে শুরু করেছে মোদী সরকার। এবার মোদী সরকারের হাত ধরে আসছে 'পিএম ওয়ানি'। মূলত , এই নেটওয়ার্কে লাইসেন্স ছাড়া, বিনামূল্যে রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করার সুযোগ থাকছে।

 আত্মনির্ভর যোজনায় ২২ হাজার কোটির বিনিয়োগ

আত্মনির্ভর যোজনায় ২২ হাজার কোটির বিনিয়োগ

মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে সরকার এবার আত্মনির্ভর ভারতের রোজগার যোজনায় ২২,৮১০ টাকা বিনিয়োগ করতে চলেছে। যার হাত ধরে ব্যবসাকে যেমন অগ্রগতি দিতে চাইছে মোদী সরকার তেমনই কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে।

কোন সুবিধা দতে চলেছে মোদী সরকার?

কোন সুবিধা দতে চলেছে মোদী সরকার?

জানা গিয়েছে, আত্ননির্ভর রোজগার যোজনার হাত ধরে সরকার কর্মী ও কর্মদাতা দুয়েরই অবসরের ফান্ডে টাকা দেবে। এগুলি কেবলমাত্র নতব নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য ২ বছরের জন্য। এতে ৫৮. ৫ লাখ কর্মী সুবিধা পাবেন বলে খবর।

 উত্তরপূর্ব ঘিরে বড় সিদ্ধান্ত

উত্তরপূর্ব ঘিরে বড় সিদ্ধান্ত

এছাড়াও উত্তরপূর্বের অরুণাচল ও অসমে সরকার ইউএসওফ নামের একটি স্কিম নিয়ে আসছে। তার হাত ধরে মোবাইল পরিষেবা উন্নত করা হবে। ২৩৭৪ টি গ্রাম এতে সুবিধা পাবে। এছাড়াও জলপথে কেবল সংযোগ ও সাবমেরিন অপটিক্যাল ফাইবারে গুরুত্ব দেওয়া হয়।

বনগাঁয় মমতার গলার কাঁটা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ভেঙে চৌচির হবে তৃণমূল!বনগাঁয় মমতার গলার কাঁটা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ভেঙে চৌচির হবে তৃণমূল!

English summary
Govt to launch massive wi-fi network in India, know details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X