For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানোর উদ্যোগ শুরু! কেন্দ্র জানাল তারিখ

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানোর উদ্যোগ শুরু! কেন্দ্র জানাল তারিখ

Google Oneindia Bengali News

বহু সংবাদমাধ্যম চ্যানেলের মধ্য দিয়ে সজল নয়নে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের অভিভাবকরা। যাতে তাঁদের ছেলে মেয়েদের ঘরে ফেরায় সরকার। ততদিনে ভিন দেশের ভারতীয় রাষ্ট্রদূতাবাসা যোগাযোগ করেও সুরাহা পাননি আটকে পড়া মানুষরা। বহু জনই সরাসরি কেন্দ্রের কাছে আবেদন করেন। আর এমন অবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানোর বন্দোবস্ত শুরু করল মোদী সরকার।

 সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ

এবার বিদেশ থেকে যাতে আটকে পড়া ভারতীয়রা ঘরে ফেরেন তারজন্য বন্দোবস্ত শুরু করল কেন্দ্র। এতদিন যা জল্পনাস্তরে ছিল, এদিন তাতে সিলমোহর দিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে, তারা বিমান পথে আটকে পড়া ভারতীয়দের ঘের ফেরানোর ব্যবস্থা করেছে।

 তারিখ ঘোষিত

তারিখ ঘোষিত

আগামী ৭ মে থেকে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানোর জন্য বিমান বিভিন্ন দেশে যাবে। সেখান থেকে বিশেষ বিমানে তাঁদের দেশে আনা হবে। তবে করোনার আবহে নির্দিষ্ট পদ্ধতি মেনেই এই কর্মপ্রক্রিয়া চলবে।

 তৈরি জাহাজও!

তৈরি জাহাজও!

শুধু বিমান পথ নয়, জাহাজের মাধ্যমেও ভিন দেশে আটকে পড়া মানুষদের দেশে ফেরাবে সরকার। এই জন্য বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসকে এই বিষয়ে উদ্যোহ শুরু করার নির্দেশ দিয়ে দিয়েছে সরকার। তবে গোটা প্রক্রিয়াই খরচ সাপেক্ষে করতে হবে। 'পেমেন্ট সিস্টেম' সম্পর্কেও বিস্তারিত জানাবে কেন্দ্র।

English summary
Govt to Airlift Indians Stranded Abroad, know the starting date .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X