For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চাষোর্ধ্বদের করোনা ভ্যাকসিনে মার্চেই! কী জানাল স্বাস্থ্যমন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রবল লড়াইয়ের দাপটে বিশ্বের একাধিক দেশ করোনার সঙ্গে লড়াই করছে। আর সেই চিকিৎসকদের ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন দেওয়া হয়েছে ভারতের টিকাকরণ কর্মসূচির প্রথম পর্যায়ে। এবার শোনা যাচ্ছে, সরকার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ের দিকে এগোবে। আর এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে ৫০ বছর বয়স যাঁরা পেরিয়েছেন, তাঁরা মার্চ মাস থেকেই করোনার টিকা পাবেন।

 পঞ্চাষোর্ধ্বদের করোনা ভ্যাকসিনে মার্চেই! কী জানাল স্বাস্থ্যমন্ত্রক

এদিকে, ৮০ থেকে ৮৫ শতাংশ ফ্রন্টলাইন যোদ্ধাদের এদেশে টিকাকরণ হয়েছে । এদিন একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান , ভারতের বুকে আরও ভ্যাকসিন উঠে আসার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই ভারতের তরফে পাঠানো ভ্যাকসিন বিশ্বের ২৫ টি দেশে পাঠানো হচ্ছে বলে এদিন জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে সেই ভ্যাকসিন উপহার হিসাবে দেওয়া হবে, নাকি রপ্তানি করা হবে টাকার বদলে, তা নিয়ে দ্বিধায় রয়েছে সরকার।

এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৮ থেকে ১৯ টি ভ্যাকসিন এখন ভারতে তৈরি হচ্ছে। এদিকে, ৫০ বছর যাঁরা পেরিয়েছেন, তাঁদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে কী না, তা নিয়ে রয়েছে জল্পনা। এদিকে, কোভি় ভ্যাকসিনেশনের পর ভারতে অসুস্থতার খবর পাওয়া গেলেও একটিও মৃত্যুর খবর উঠে আসেনি। একথা স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।

English summary
Govt says those aged 50 above to be vaccinated in March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X