For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌স্টেজ ৩ বা গোষ্ঠী সংক্রমণের হাত থেকে দেশকে বাঁচিয়ে দিয়েছে সরকার, দাবি স্বাস্থ্য মন্ত্রীর

‌স্টেজ ৩ বা গোষ্ঠী সংক্রমণের হাত থেকে দেশকে বাঁচিয়ে দিয়েছে সরকার, দাবি স্বাস্থ্য মন্ত্রীর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে মৃত্যুও। এরকম পরিস্থিতির মুখেও এসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন শুক্রবার বলেছেন, '‌আমরা ভারতকে স্টেজ ৩ বা গোষ্ঠী সংক্রমণের দিকে যাওয়ার হাত থেকে বাঁচাতে পেরেছি। বিভিন্ন পরিমিতি লক্ষ্য করলে এও দেখা যাবে যে আমরা অনেক দেশের চেয়ে করোনা ভাইরাস লড়াইয়ে অনেক ভালো ফল দেখাতে পেরেছি।’‌

গোষ্ঠী সংক্রমণ থেকে দেশকে বাঁচানো গিয়েছে

গোষ্ঠী সংক্রমণ থেকে দেশকে বাঁচানো গিয়েছে

তিনি বলেন, ‘এই দেশে কড়াকড়ি ভাবে ‌করোনা টেস্ট করানো হচ্ছে। শুক্রবার আমরা ইতিমধ্যেই ৫.‌৫ লক্ষ টেস্ট করে ফেলেছি, আমাদের ঘন ঘন করোনার পরীক্ষা বাড়লেও পজিটিভ কেসের সংখ্যা বাড়েনি।'‌ মন্ত্রী আরও বলেন, ‘‌৪ শতাংশের বেশি পজিটিভ কেসের সংখ্যা বাড়েনি। আমরা সকলে এটা নিয়ে দুঃশ্চিন্তা করছিলাম যে আমরা স্টেজ ৩-এ না চলে যাই, কিন্তু আমরা দেশকে গোষ্ঠী সংক্রমণের দিকে যাওয়ার আগেই বাঁচিয়ে নিয়েছি।'‌ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‌ক্লাস্টার ও হটস্পটের সঙ্গে জড়িত সব তথ্যই আমরা পাচ্ছি।'‌

চিন সহ বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হবে ত্রুটিপূর্ণ কিট

চিন সহ বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হবে ত্রুটিপূর্ণ কিট

ত্রুটিপূর্ণ কিট প্রসঙ্গে বর্ধন বলেন, ‘‌ত্রুটিপূর্ণ কিটগুলি ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট দেশগুলির কাছে এবং তার জন্য আমরা কোনও অর্থব্যয় করব না। হটস্পটে ওই কিটগুলি ব্যবহার করার কৌশল নেওয়া হয়েছিল।'‌ তিনি আরও বলেন, ‘‌ত্রুটিপূর্ণ অ্যান্টিবডি টেস্টিং কিট ফেরত পাঠানো হবে, যদি তা ঠিকমতো কাজ না করে। সে চিন হোক বা অন্য কোনও দেশ।'‌ সাড়ে তিনমাস ধরে কোভিড-১৯-কে দেশ কতটা নিয়ন্ত্রণ করতে পারল এ প্রশ্নের জবাবে বর্ধন বলেন, ‘‌৮ জানুয়ারি আমরা প্রথম বৈঠক করি এটা নিয়ে এবং আজকে, যদি অন্য দেশের সঙ্গে তুলনা করা যায় যারা করোনার বিরুদ্ধে লড়ছে, ভারত তাদের তুলনায় অনেক ভালো ফল দেখিয়েছে।'‌ তিনি বলেন, ‘‌আমাদের প্রতি মিলিয়ন শতাংশে কম কেস রয়েছে। ভারতে করোনায় মৃত্যুহার তিন শতাংশ, যা অত্যন্ত কম। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় সুস্থতার হারও বেশ ভালো। মার্চে করোনা ভাইরাসে সংক্রমণের কেস ৩ দিনে দ্বিগুণ হয়েছিল আর আজ ৯ দিনে দ্বিগুণের কাছাকাছি।'‌ তিনি বলেন, ‘‌দেশের যে যে জায়গায় ভাইরাস সক্রিয় আমাদের কাছে তার পুরো তথ্য রয়েছে। ওই এলাকায় কিভাবে ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে হবে সেটাও আমরা জানি।'‌

কোভিড–১৯–এর চিকিৎসায় সঠিক পথে রয়েছে দেশ

কোভিড–১৯–এর চিকিৎসায় সঠিক পথে রয়েছে দেশ

হর্ষ বর্ধন বলেন, ‘আমরা কোভিড-১৯-এর চিকিৎসায় একেবারে সঠিক পথে রয়েছি। কেবল আত্মবিশ্বাসী থাকুন। সমস্ত স্বাস্থ্যমন্ত্রীদের বিষয়টি পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা সংক্রমণের তৃতীয় স্তরে পৌঁছাইনি সব রাজ্যের সহায়তায়।'‌ লকডাউনও করোনা সংক্রমণকে রুখতে অনেক ভালো ফল দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

করোনার থাবায় আসলে কতজন মৃত বাংলায়, স্পষ্ট করে দিল বেঙ্গল অডিট প্যানেলকরোনার থাবায় আসলে কতজন মৃত বাংলায়, স্পষ্ট করে দিল বেঙ্গল অডিট প্যানেল

English summary
govt saved contry to enter stage 3 in corona claim health minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X