For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের লাকি ড্র : অনলাইন লেনদেনে করলে জিততে পারেন ১ কোটি টাকা পুরস্কার

ডিজিটাল লেনদেনকে উৎসাহ যোগাতে এবার নতুন রাস্তা বের করল কেন্দ্র। নীতি আয়োগের উদ্যোগে এবার ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে মেগা লাকি ড্র-য়ে পেয়ে যেতে পারেন ১ কোটি পর্যন্ত টাকা।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : ডিজিটাল লেনদেনকে উৎসাহ যোগাতে এবার নতুন রাস্তা বের করল কেন্দ্র। নীতি আয়োগের উদ্যোগে এবার ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে সাপ্তাহিক বা ত্রৈমাসিক লটারির সাহায্যে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার।

দুটি প্রকল্পর সাহায্যে জিততে পারেন একটি দ্য লাকি গ্রাহক যোজনা যা গ্রাহকদের জন্য আর ডিজি ধন ব্যাপারি যোজনা যা ব্যবসায়ীদের জন্য।

কেন্দ্রের লাকি ড্র : অনলাইন লেনদেনে করলে জিততে পারেন ১ কোটি টাকা পুরস্কার

৫০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত টাকার লেনদেনের ক্ষেত্রে পুরস্কার প্রযোজ্য।

লাকি গ্রাহক যোজনার আওতায় ২৫ ডিসেম্বর থেকে শুরু করে প্রত্যেকদিন ১৫,০০০ বিজয়ী ১০০০ টাকা করে জিততে পারেন। এই সুযোগ আগামী ১০০ দিন পর্যন্ত উপলব্ধ থাকবে। সাপ্তাহিক লটারিতে ৭০০০ গ্রাহক সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জিততে পারে।

অন্যদিকে ডিজি ধন ব্যাপারি যোজনার আওতায় ৭০০০ ব্যবসায়ী প্রতি সপ্তাহে ৫০,০০০ টাকার পুরস্কার মূল্য পেতে পারবে।

এই দুই প্রকল্পের আওতায় মেগা পুরস্কার হিসাহে গ্রাহকরা ১ কোটি, ৫০ লক্ষ এবং ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিততে পারবে আর ব্যবসায়ীরা ৫০ লক্ষ, ২৫ লক্ষ এবং ৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিততে পারবে।

নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন এই পুরো প্রকল্পে ৩৪০ কোটি টাকার হিসাব ধরা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য দরিদ্র, মধ্যবিত্ত ও ব্যবসায়ীরা, যাদের আমরা চাই ডিজিটাল লেনেদেনে উৎসাহ দিতে।

English summary
In a bid to promote electronic transactions govt policy Think Tank announce lottery for consumer and merchants, where one could win highest 1 cr rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X