For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিপিএফ, সুকন্যার জমার ক্ষেত্রে বাড়ানো হল সময়! অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুবিধা ঘোষণা কেন্দ্রের

পিপিএফ, সুকন্যা, আরডির জমার ক্ষেত্রে বাড়ানো হল সময়! অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুবিধা ঘোষণা কেন্

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে চলছে লকডাউন। ২১ দিনের পর আরও ১৪ দিন লকডাউন হবে বলে ইঙ্গিত কেন্দ্র সরকারের। সেই পরিস্থিতিতে পোস্ট অফিসে স্বল্প সঞ্চয়কারীদের জন্য নিয়ম কিছুটা শিথিল করল কেন্দ্র। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে।

২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য ছাড়

২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য ছাড়

সরকারি নির্দেশ নামায় জানানো হয়েছে, পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে টাকা জমা দেওয়া যাবে ৩০ জুন, ২০২০ পর্যন্ত। লকডাউন শুরু হয়ে যাওয়ায় অনেকেই ২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য টাকা জমা করতে পারেননি। এক্ষেত্রে রিভাইভাল ফি কিংবা পেনাল্টি চার্জ তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।

দিতে হবে লিখিত

দিতে হবে লিখিত

পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে যাঁদের অ্যাকাউন্ট ৩১ মার্চ ম্যাচিওর হওয়ার কথা ছিল, তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডাররা ওই সময়ের মধ্যে একটি মাত্র ডিপোজিটে নির্দিষ্ট টাকা জমা দিতে পারবেন। তবে সেখানে অ্যাকাউন্ট হোল্ডারকে লিখিত দিতে হবে, এক্ষেত্রে সর্বোচ্চ সীমা লঙ্ঘিত হবে না। জমা দেওয়া বাড়তি অর্থ কোনও সুদ ছাড়াই তাঁর কাছে ফেরত আসবে।

দুই অর্থবর্ষের টাকা হলে দিতে হবে আলাদা করে

দুই অর্থবর্ষের টাকা হলে দিতে হবে আলাদা করে

যাঁরা পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ২০২০-২০২১ এবং ২০১৯-২০২০ অর্থবর্ষের টাকা জমা দিতে চান, তাঁদের ক্ষেত্রে সেই টাকা আলাদা করে দিতে হবে। যদি পিপিএফ অ্যাকাউন্ট বাড়িয়ে দেওয়া সময়ের পরে ম্যাচিওর হয়, তাহলে আরও ৫ বছরের জন্য বাড়িয়ে নেওয়া যাবে। তবে তা করতে হবে ৩০ জুন, ২০২০-র মধ্যে।

লকডাউনের মধ্যে ৩ জনের মৃত্যু কি অনাহারে! তোলপাড় শুরু ঝাড়খন্ডেলকডাউনের মধ্যে ৩ জনের মৃত্যু কি অনাহারে! তোলপাড় শুরু ঝাড়খন্ডে

English summary
Govt relaxes provisions for PPF, SSA and RD holders in view of the coronavirus lockdown. Such deposit for 2019-2020 are made upto 30th June, 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X