For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বেসরকারি মেডিক্যাল পড়ুয়াদেরও ব্যাঙ্ক লোনের সুযোগ! উদ্যোগ মোদী সরকারের

খুব শীঘ্রই বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এডুকেশন লোনের সুযোগ পেতে চলেছেন। এই ঋণ ১০ থেকে ১৫ বছরের মধ্যে শোধ করা যাবে।

  • |
Google Oneindia Bengali News

খুব শীঘ্রই বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এডুকেশন লোনের সুযোগ পেতে চলেছেন। এই ঋণ ১০ থেকে ১৫ বছরের মধ্যে শোধ করা যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে নীতি আয়োগ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে এই এডুকেশনাল লোন নিয়ে কথা বলেছেন। প্রতিবছর ১০ লক্ষ টাকা করে ঋণের ব্যাপারে কথা হয়েছে।

বেসরকারি কলেজে পড়ার খরচ বছরে ৭-২০ লক্ষ টাকা

বেসরকারি কলেজে পড়ার খরচ বছরে ৭-২০ লক্ষ টাকা

বর্তমান সময়ে বেশিরভাগ ব্যাঙ্কই বেসরকারি কলেজ কিংবা ডিমড ইউনিভার্সিটিতে পড়া এবিবিএস ছাত্রছাত্রীদের কোনও ঋণের সুবিধা দেয় না। এইসব জায়গায় প্রত্যেক বছর পড়ার খরচ ৭ থেকে ২০ লক্ষ টাকা। সরকারি কলেজগুলিতে খরচ ৪ লক্ষের মতো হলেও, বেসরকারি কলেজে এই খরচ সাড়ে পাঁচবছরে পৌঁছে যায় এককোটির কাছে।

 নীতি আয়োগের সঙ্গে আলোচনা

নীতি আয়োগের সঙ্গে আলোচনা

নীতি আয়োগের এক আধিকারিক জানিয়েছেন, ঋণের টাকা না ফেরতের ভয়ে ব্যাঙ্কগুলি এই বেসরকারি কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের কোনও ঋণ দেয় না। ব্যাঙ্কগুলিকে বোঝানোর কাজ চলেছে। ভয় দূর করে তাদের বোঝানো হয়েছে, পড়া শেষ করার পরেই এই পেশার ছাত্রছাত্রীরা আয় শুরু করে দেন।

সরকার গ্যারান্টার হতে রাজি

সরকার গ্যারান্টার হতে রাজি

নীতি আয়োগ জানিয়েছে, এই ধরনের ক্ষেত্রে সরকার গ্যারান্টার হতে রাজি রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের বাড়ি কিংবা জমি কিংবা ফিক্সড ডিপোজিট বন্দক রাখতে হবে না।

সরকারের তরফ থেকে চেষ্টা

সরকারের তরফ থেকে চেষ্টা

অন্যদিকে সরকারের পক্ষ থেকেই মেডিক্যাল এডুকেশনকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে। বেসরকারি কলেজগুলিতে ফি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। মেডিক্যাল কাউন্সিলর অফ ইন্ডিয়ার তরফে বেসরকারি পর্যায়ে প্রায় ২২ হাজার আসনের ফি বছরে ৮ লক্ষ টাকা নির্দিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্টে কেন্দ্র বেসরকারি কলেজগুলির ৫০ শতাংশ আসনে ফি নির্দিষ্ট করে দিতে পারে।

বিজেপির পতনের সূত্রপাত হয়েছে উপনির্বাচনে, আগাম একুশের বার্তা দিলেন মোর্চা প্রধানবিজেপির পতনের সূত্রপাত হয়েছে উপনির্বাচনে, আগাম একুশের বার্তা দিলেন মোর্চা প্রধান

English summary
Govt may give loan to MBBS students of Private colleges. That educational loans repayble after 10-15 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X