For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট আবহে দেশবাসীর জন্য ‘‌মেরা রেশন অ্যাপ’‌ আনল সরকার, কি কি সুবিধা পাবেন দেখে নিন এক নজরে

ভোট আবহে দেশবাসীর জন্য ‘‌মেরা রেশন অ্যাপ’‌ আনল সরকার, কি কি সুবিধা পাবেন দেখে নিন এক নজরে

Google Oneindia Bengali News

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এই ভোটের আবহেই নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক রেশন কার্ড সুবিধাভোগীদের জন্য '‌মেরা রেশন অ্যাপ’‌–এর সূচনা করল। এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ নাগরিক কেন্দ্রীক সংস্কার।

‌এক দেশ এক রেশন কার্ড

‌এক দেশ এক রেশন কার্ড

প্রসঙ্গত, এর বাস্তবায়নের ফলে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ) এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের, বিশেষত পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারকে সারাদেশে যে কোনও ন্যায্য মূল্যের দোকান (এফপিএস) থেকে রেশনের প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে।

 হিন্দি ও ইংলিশে উপলব্ধ

হিন্দি ও ইংলিশে উপলব্ধ

এই অ্যাপটি ইংলিশ এবং হিন্দিতে উপলব্ধ হবে। আগামী দিন ও মাসগুলিতে এই অ্যাপে আরও নতুন নতুন ক্রিয়াকলাপ যুক্ত করা হবে। খুব শীঘ্রই এই অ্যাপটি ১৪টি ভাষায় উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।

এই অ্যাপে কি কি সুবিধা পাবেন দেখে নিনঃ

এই অ্যাপে কি কি সুবিধা পাবেন দেখে নিনঃ

কাছাকাছি ন্যায্য মূল্যের দোকান লোকেট করবে।

দোকানে উপলব্ধ খাদ্যশস্যের সম্পর্কে জানাবে এই অ্যাপ

সাম্প্রতিক অর্থ লেনদেন সম্পর্কে জানা যাবে

আধার থেকে বীজের স্থিতি দেখতে পারেন

এই অ্যাপের মাধ্যমে পরিযায়ীরা তাঁদের তথ্য নথিভুক্ত করতে পারবে।

ফিডব্যাক ও উপদেশের বিকল্প রাখা হয়েছে এই অ্যাপে

সমস্যার মুখে পড়েছিলেন পরিযায়ীরা

সমস্যার মুখে পড়েছিলেন পরিযায়ীরা

করোনা ভাইরাস মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের রেশনের জন্য খুব সমস্যার মুখে পড়তে হয়েছিল। এরপরই কেন্দ্র সরকার দেশের নাগরিকের জন্য এক দেশ এক রেশন যোজনা চালু করে। এই যোজনা চালু হওয়ার পর এখন দেশের যে কোনও নাগরিক দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন পেতে পারবেন। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ১২টি রাজ্যে এই যোজনা ছিল। কিন্তু এখন এই যোজনা ৩২টি রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র দিল্লি, পশ্চিমবঙ্গ,ছত্তিশগড় ও অসম এই যোজনার সঙ্গে যুক্ত হয়নি।

 রেশন মিলবে সহজেই অংন

রেশন মিলবে সহজেই অংন

তবে এই অ্যাপের ফলে এখন রেশন পাওয়া আরও সহজতর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এক দেশ এক রেশনের আওতায় ২৩.‌২৬ কোটি মানুষ সুবিধা পেয়েছে।

কোথাও কোথাও মমতার গলার কাঁটা হতে পারেন তাঁর সৈনিকরাইকোথাও কোথাও মমতার গলার কাঁটা হতে পারেন তাঁর সৈনিকরাই

English summary
The government has launched 'Mera Ration App' for one nation one ration card beneficiaries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X