For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জইশের হামলার পর ফের মাসুদ আজহার নিয়ে চাপ বাড়াল ভারত

জইশ ই মহম্মদ জঙ্গিরা পুলওয়ামায় হামলায় দায় স্বীকার করেছে। এই জঙ্গিদের প্রধান মাসুদ আজহার। তাকে নিয়ে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াল ভারত।

  • |
Google Oneindia Bengali News

জইশ ই মহম্মদ জঙ্গিরা পুলওয়ামায় হামলায় দায় স্বীকার করেছে। এই জঙ্গিদের প্রধান মাসুদ আজহার। তাকে নিয়ে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াল ভারত। রাষ্ট্রপুঞ্জের তরফে অনেক আগেই মাসুদ আজহার নিয়ে নেতিবাচক অবস্থান নেওয়া হয়েছে। তবে চিন ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মাসুদ আজহারের প্রতি সহানুভূতি দেখিয়ে এসেছে।

ভারত সরকারেরর তরফে স্বরাষ্ট্র মন্ত্রক পুলওয়ামায় কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেছে। কাশ্মীরে সেনা কনভয়ে হামলা করা হয়েছে। জঈশ ই মহম্মদ জঙ্গিরা এই হামলা চালিয়েছে যারা পাকিস্তানে বসে রয়েছে ও রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন দেশ এর বিরোধিতা করে চলেছে।

উরি হামলার পরও ভারত আন্তর্জাতিক মহলে জঈশকে নিয়ে চাপ তৈরি করেছিল। আমেরিকাও ভারতের পাশে ছিল। তবে চিন বাধা দেয়। এদিন সুযোগ বুঝে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সাহায্যের আবেদন করা হচ্ছে। যাতে রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে জঈশ প্রধানকে জঙ্গি তালিকায় স্থান দেওয়া হয়। এবং পাকিস্তানে থেকে এই ধরনের নাশকতা বন্ধ করার ব্যবস্থা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, এই জঙ্গি গোষ্ঠী যার নেতৃত্বে রয়েছে মাসুদ আজহার, তাকে পাকিস্তান সরকার পূর্ণ সহায়তা করে চলেছে যাতে সেদেশে বসে সে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে পারে। এবং ভারতে বা অন্যত্র জঙ্গি আক্রমণ চালাতে পারে।

English summary
Govt of India condemns Pulwama attack, put pressure on international community to declare JeM chief Masood Azhar as designated terrorist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X