For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মঘট নিয়ে শ্রম আইনে পরিবর্তন! নতুন প্রস্তাব মোদী সরকারের

ধর্মঘটে যাওয়া শ্রমিকদের নোটিশ দেওয়ার ক্ষেত্রে শ্রম আইনে পরিবর্তন আনতে নিয়মের পরিব্রতন করতে চায় মোদী সরকার। এব্যাপারে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ধর্মঘটে যাওয়া শ্রমিকদের নোটিশ দেওয়ার ক্ষেত্রে শ্রম আইনে পরিবর্তন আনতে নিয়মের পরিব্রতন করতে চায় মোদী সরকার। এব্যাপারে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, এবার থেকে কর্মীদের অন্তত ১৪ দিন আগে এই নোটিশ দিতে হবে। বুধবার শ্রমমন্ত্রী সন্তোাষ গাঙ্গোয়ার রাজ্যসভায় এই কথা জানিয়েছেন।

ধর্মঘট নিয়ে শ্রম আইনে পরিবর্তন! নতুন প্রস্তাব মোদী সরকারের

শ্রমমন্ত্রী এদিন বলেন, যদি কোনও ইউনিটে ধর্মঘটের ডাক দেওয়া হয়, তাহলে কর্মীদের ১৪ দিন আগে নোটিশ দিতে হবে। এদিন তিনি সংসদে আরও বলেন, এটা নতুন শ্রম আইনের অংশ হতে যাচ্ছে। এব্যাপারে সরকার বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক করেছে বলে জানিয়েছেন তিনি।

নতুন শ্রম আইন আনতে চলেছে কেন্দ্র। এর জন্য ৪৪ টি শ্রম আইনকে চারটি কোডে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। তিনি আরও বলেন. ২০১৬ সালের সার্ভে অনুযায়ী, দেশে ১০ কোটি অভিবাসী শ্রমিক রয়েছেন। যা দেশের মোট শ্রমিকের ২০ শতাংশের মতো। অভিবাসী শ্রমিকদের বিষয়টি কোডে ভাল করে উল্লেখ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সদস্যদের থেকে পরামর্শ চেয়েছিলেন। প্রশ্ন করেছিলেন রাকেশ সিনহা এবং দিগ্বিজয় সিং-এর মতো কংগ্রেস সাংসদরা। এদিনে তাঁদের প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী। গিদ্বিজয় সিং বলেন, সরকারের উচিত অভিবাসী শ্রমিকদের জন্য জেলা ভিত্তিক রিপোর্ট তৈরি করা। মন্ত্রী তখন বলেন, তিনি রাজ্য সরকারগুলিকে বলেছেন এব্যাপারে তালিকা তৈরি করতে।

English summary
Govt has proposed to make 14 day prior notice mandatory for employees to go on strike. Govt is bringing reforms in Labour Laws.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X