For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেস বৃদ্ধিতে উদ্বিগ্ন সরকার কোভিড নির্দেশিকার মেয়াদ বাড়ালো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

কেস বৃদ্ধিতে উদ্বিগ্ন সরকার কোভিড নির্দেশিকার মেয়াদ বাড়ালো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের বৃদ্ধি দেখে উদ্বিগ্ন কেন্দ্র কোভিড–১৯ নির্দেশিকার মেয়াদ বাড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসের নির্দেশিকা জারি থাকবে দেশজুড়ে। স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছে যে করোনা কেস হ্রাস পাওয়ার পরও যেন এই নির্দেশিকা বহাল থাকে, কারণ নতুন ভ্যারিয়েন্ট ক্রমশঃ তীব্র হচ্ছে।

কেস বৃদ্ধিতে উদ্বিগ্ন সরকার কোভিড নির্দেশিকার মেয়াদ বাড়ালো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

কোভিড কেস বৃদ্ধির ফলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে রোগের কার্যকর ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ জারি করতে বলেছেন। প্রসঙ্গত, দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২,৮৬,৩৮৪। এই নিয়ে দেশে মোট করোনা ভাইরাসের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০৩,৭১,৫০০। অন্যদিকে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪,৯১,৭০০। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

অন্যদিকে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর করোনা পজিটিভ হওয়ার পর টুইটে এই খবর জানানোর পাশাপাশি সকলকে আর্জি করেছেন যে সম্প্রতি কেউ যদি তাঁর সংস্পর্শে আসেন তবে যেন টেস্ট করিয়ে নেন। অপরদিকে, দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর অনিল বাইজাল নির্দেশ দিয়েছেন যে দিল্লিতে ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে সিনেমা হল, থিয়েটারগুলি পরিচালনা করতে পারে।

বৃহস্পতিবার কেন্দ্র সরকার বলেছে যে ওমিক্রন সাব–ভ্যারিয়েন্ট বিএ.‌২ এখন ভারতে বেশি প্রচলিত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে করোনা কেস হ্রাস পাওয়ার পাশাপাশি পজিটিভ হারও কমতে দেখা গিয়েছে। দেশজুড়ে ৫০ হাজারের ওপর সক্রিয় করোনা কেস অথচ মহারাষ্ট্র, কেরল ও কর্নাটকে ৩ লক্ষের বেশি সক্রিয় করোনা কেস দেখা গিয়েছে। এর পাশাপাশি কর্নাটক, কেরল, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে উচ্চ করেনা কেসের রেকর্ড রয়েছে এবং পজিটিভ হার বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এখনও পর্যন্ত দেশে ১৫–১৮ বছর বয়সী কিশোর–কিশোরীদের ৫৯ শতাংশ তাদের প্রথম ডোজ গ্রহণ করেছে।

English summary
In India, the Covid-19 guideline has been extended till February 28
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X