For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তসলিমা নাসরিনকে ১ বছরের ভিসা প্রদান কেন্দ্রের

Google Oneindia Bengali News

 তসলিমা নাসরিনকে ১ বছরের ভিসা প্রদান কেন্দ্রের
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনকে ১ বছরের ভিসার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এতদিন ভারতে তললিমা নাসরিনের থাকার বিস্তারিত তথ্যাদি বিবেচনা করার পরই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

গত মাসেই কেন্দ্রীয় সরকার আচমকা জানিয়ে দেন তসলিমার 'রেসিডেন্ট পারমিট' করে তাকে ২ মাসের পর্যটক ভিসার অনুমতি দেওয়া হল। আর সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তসলিমা ও তাঁর সমর্থকরা। প্রশ্ন ওঠে নানা মহলে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এই বিষয়ে নিয়ে দেখা করেন তসলিমা। এর পরই ভারতে থাকার তসলিমার পূর্ববর্তী সমস্ত রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরই স্বরাষ্ট্রমন্ত্রক ২ মাসের বদলে ভিসার মেয়াদ ১ বছর করার অনুমোদন দিয়েছে। যদিও তসলিমা ৫ বছরের ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু আপাতত এক বছরের ভিসা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তসলিমাকে।

আরও পড়ুন : ভিসা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন তসলিমা নাসরিন

তসলিমা আসলে সুইডেনের নাগরিক। কিন্তু কাজের সূত্রে দেশ-বিদেশে ভ্রমণ করেন তিনি। গত ১০ বছরে তসলিমার ভারতে থাকার সময়কাল নিরুপন করে তার পর সরকার এই ভিসার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চেয়েছিল বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।

তসলিমা জানিয়েথছিলেন, ২০০৪ সাল থেকে ভারতে 'রেসিডেন্ট পারমিট' পেয়ে আসছেন তিনি। কিন্তু ১ বছর পর তা পুনর্নবীকরণ করাতে হয়। এবছর, ১৭ জুন ফের তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 'রেসিডেন্ট পারমিট' পুনর্নবীকরণের আবেদন জানান, কিন্তু ১ অগস্ট তাঁকে ১ বছরের ভিসার পরিবর্তে ২ মাসের পর্যটক ভিসার অনুমতি দেয় কেন্দ্র। তাতে বিস্মিত হন খোদ তসলিমাও। এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এ বিষয়ে দেখা করেন তসলিমা। তসলিমাকে দীর্ঘকালীন ভিসার অনুমোদন দেওয়ার আশ্বাসও দেন সিং। এবং সে কথা রেখেছেন তিনি।

English summary
Govt grants one-year visa to Taslima Nasreen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X