For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়ের অ্যাকাউন্টে ১৩.৬৭ লক্ষ টাকা পাচার, ৭ বছরের কারাদণ্ড সরকারি কর্মীর

জনগণের থেকে হাতানো ১৩.৬৭ লক্ষ টাকা নিজের মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে ৭ বছরের কারাদণ্ড হল ৬৩ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর।

  • |
Google Oneindia Bengali News
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : জনগণের থেকে হাতানো ১৩.৬৭ লক্ষ টাকা নিজের মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে ৭ বছরের কারাদণ্ড হল ৬৩ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর।

ভুয়ো কর্মী সাজিয়ে মেয়ের অ্যাকাউন্টে এই টাকা পাচার করা হয়েছিল। বিশেষ সিবিআই বিচারক গুরদীপ সিং এই মামলায় অভিযুক্ত নীলম সেহগলকে ১৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন। এর পাশাপাশি নীলম নামে ওই প্রৌঢ়ার স্বামী জগদীশ সেহগলকেও পাঁচ বছরের সাজা শুনিয়েছেন বিচারক। জগদীশ নিজেও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।

মেয়ের অ্যাকাউন্টে ১৩.৬৭ লক্ষ টাকা পাচার, ৭ বছরের কারাদণ্ড সরকারি কর্মীর

এই ঘটনায় স্ত্রী নীলমকে সঙ্গ দেওয়ায় তাঁকে সাজা শুনিয়েছেন বিচারক। এছাড়া তাদের মেয়ে রীতু সেহগলকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদিও তিনি জানতেন না তার নামে এভাবে কোনও অ্যাকাউন্টে টাকা জমছে ও তিনি কখনও টাকা তোলেনওনি।

আদালত জানিয়েছে, নীলম নিজের পদাধিকারের অপপ্রয়োগ করে বেতনের বিল, বকেয়া টাকা, অন্যান্য বিল তৈরি করে টাকা লুটেছেন। এদিকে তিনি ও তাঁর স্বামী সরকারি চাকুরে, মেয়েও চাকরিজীবী। তাদের স্বচ্ছ্বল পরিবার। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে একাজ করা হয়েছে।

English summary
A 63-year-old retired government servant has been awarded a seven-year jail term by a special court for depositing Rs 13.67 lakh of public money into her daughter's bank account, using her as a ghost employee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X