দেশ জুড়ে করোনা লকডাউন! ২০ কোটি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গেল জনধন প্রকল্পের টাকা
জনধন অ্যাকাউন্ট থাকা ২০ কোটি গরিব মহিলার কাছে পৌঁছে গিয়েছে ৫০০ টাকা করে। গত কয়েকদিন ১.৭০ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে এই খাতে। গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন জনধন অ্যাকাউন্ট থাকা মহিলাদের পরবর্তী তিন মাসের জন্য প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হবে।

লকডাউনের জেরে নানা বাধার সম্মুখীন দেশবাসী। সব থেকে বেশি অসুবিধায় যাঁরা দিন আনেন দিন খান এমন মানুষেরা। এই ধরনেরই কুড়ি কোচি মানুষের কাছে তিন মাসের মধ্যে প্রথম মাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এবার সেইসব মানুষেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলে নিতে পারবেন।
ব্যাঙ্কের টাপ কমাতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন একটা তালিকা তৈরি করে দিয়েছে। যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ০ ও ১, তাঁদের টাকা এপ্রিলের ৩ তারিখ, অ্যাকাউন্টের শেষ সংখ্যা ২ ও ৩ তাঁদের ৪ তারিখ, অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৪ ও ৫ তাঁদের ৭ তারিখ এবং অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৮ ও ৯ তাঁদের টাকা নয় তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর ৯ এপ্রিলের পর সুবিধা মতো সেই টাকা তুলে নেওয়া যাবে।