For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের ডিজিটাল স্ট্রাইক অব্যাহত! আরও ৪৩ টি মোবাইল অ্যাপে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা

মোদী সরকারের ডিজিটাল স্ট্রাইক অব্যাহত! আরও ৪৩ টি মোবাইল অ্যাপে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা

  • |
Google Oneindia Bengali News

পর পর কয়েক দফায় চিনের একের পর এক অ্যাপ ভারতের বুকে নিষিদ্ধ করেছে মোদী সরকার। লাদাখ সংঘাতের আবহে একাধিক অ্যাপ ভারতের গুপুত্বপূর্ণ তথ্য পাচার করেছে বলে অভিযোগ ওঠে আগেই। এরপরই কেন্দ্র কোমর কষে। এবার সেই ঘটনার কয়েক মাস পরেই ফের ভারতে আরও ৪৩ টি অ্যাপ নিষিদ্ধ হল।

কেন নিষিদ্ধ অ্যাপ?

কেন নিষিদ্ধ অ্যাপ?

প্রসঙ্গত, যে ৪৩ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, তারা ভারতের সার্বভৌমত্ব, ঐক্যের জন্য় ক্ষতিকারক। এছাড়াও এই অ্যাপের হাত ধরে দেশের প্রতিরক্ষা থেকে নিরাপত্তা সমস্ত দিকেই বড়সড় ক্ষতি হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রের সূত্রে।

 কোন কোন অ্যাপ নিষেধাজ্ঞার তালিকায়?

কোন কোন অ্যাপ নিষেধাজ্ঞার তালিকায়?

আলি সাপ্লায়ার্স মোবাইল অ্যাপ, আলিবাবা ওয়ার্কবেঞ্চে, আলি এক্সপ্রেস,আলিপে ক্যাশিয়ার,লালামুভ ইন্ডিয়া,ড্রাইভ উইথ ললামুভ,স্ন্যাক ভিডিও। ক্যামকার্ড বিজনেস কার্জ রিডার, সোউল নামের অ্যাপ রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।

 আর কোন কোন অ্যাপে নিষেধাজ্ঞা?

আর কোন কোন অ্যাপে নিষেধাজ্ঞা?

চাইনিজ সোশ্যাল ফ্রিন অনলাইন ডেটিং ভিডিও, ডেন ইন এশিয়া, উই ডেট, ফ্রি ডেটিং অ্যাপ, অ্যাডোর অ্যাপ, ট্রুলি চাইনিজ, টপুলি এশিয়ান, চায়না লাভ, এশিয়ান ডেট, ফ্লার্ট উইশ, গাইজ ওনলি ডেটিং, টিউবিট,উই ওয়ার্ক চায়না, ফার্স্ট লাভ লাইভ, রেলা , ক্যাশিয়ার ওয়ালেট, ম্যাঙ্গো নামের অ্যাপও রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।

 নিষিদ্ধ এমডি টিভি থেকে ডিং টক

নিষিদ্ধ এমডি টিভি থেকে ডিং টক

এমজিটিভি, উই টিভির একাধিক অ্যাপ ও টিভি ভার্সানের অ্যাপ নিষিদ্ধ রয়েছে। এছাড়া নিষিদ্ধ হচ্ছে লাকি লাইভ, ডিং টক, আইডেন্টিটি ভি, আইসোল্যান্ড ২, বক্সস্টার, ইরোস এভোলভড, প্যাপি ফিশ, জেলিপপ, মাঞ্চকিন ম্যাচ,কনতুইস্তা।

করোনার সঙ্গে যুদ্ধ জারি, রাজ্যগুলিকে তিন পয়েন্টের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহকরোনার সঙ্গে যুদ্ধ জারি, রাজ্যগুলিকে তিন পয়েন্টের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

English summary
Govt bans 43 mobile apps that can harm india's securtity and sovereignity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X