For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, ইউক্রেন ফেরৎ ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে লোকসভায় আশ্বাস কেন্দ্রের

ইউক্রেন ফেরৎ ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে লোকসভায় আশ্বাস কেন্দ্রের

Google Oneindia Bengali News

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারত সরকার মিশন গঙ্গার আওতায় এখনও পর্যন্ত বহু ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে এনেছে। কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে এসে নিজেদের ভবিষ্যত নিয়ে বেশ চিন্তায় রয়েছেন পড়ুয়ারা। তবে সোমবার সরকারের পক্ষ থেকে লোকসভাকে আশ্বস্ত করে বলা হয়েছে যে তারা দেখছে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে অপরেশন গঙ্গার আওতায় ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় পড়ুয়ারা তাঁদের শিক্ষা সম্পূর্ণ করতে পারেন।

নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, ইউক্রেন ফেরৎ ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে লোকসভায় আশ্বাস কেন্দ্রের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ প্রসঙ্গে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে অপরেশন গঙ্গার আওতায় ইউক্রেন থেকে সরিয়া আনা ভারতীয় পড়ুয়াদের, '‌১৩০ কোটি ভারতীয়র সমষ্টিগত জ্ঞান’‌কে প্রমাণ করে। প্রসঙ্গত, কংগ্রেসের সদস্য গৌরব গগৌই লোকসভায় জানতে চান যে সরকার ভারতীয় পড়ুয়াদের পড়াশোনা শেষ করতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে '‌কোন নীতি বা আলোচনা’‌ করার কথা ভাবছে কিনা। এই প্রশ্নের জবাবই দেন ধর্মেন্দ্র প্রধান।

লক্ষ্মীসরাইয়ের ঘটনা নিয়ে বিধানসভায় স্পিকারের সঙ্গে বিবাদে জড়ালেন নীতীশ কুমার লক্ষ্মীসরাইয়ের ঘটনা নিয়ে বিধানসভায় স্পিকারের সঙ্গে বিবাদে জড়ালেন নীতীশ কুমার

জবাবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, 'যখন আমরা তাঁদের ফিরিয়ে এনেছি, আপনি আশ্বস্ত থাকুন যে সরকার তাঁদের ভবিষ্যতে চিকিৎসক হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তা করবে।’‌‌ মন্ত্রী এও বলেন, '‌বর্তমানে, পড়ুয়াদের যুদ্ধের ভয়াবহ আতঙ্কের ধাক্কা থেকে বের করে আনার সময়। আমরা সেই কাজেই আপাতত ব্যস্ত রয়েছি।’‌ তিনি জানান যে কংগ্রেসের উচিত অপরেশন গঙ্গার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা। লোকসভায় প্রশ্ন–উত্তর পর্বের সময় মন্ত্রী বলেন, '‌আমি আপনাদের দল (‌কংগ্রেস) ও হাউস থেকে আশা করেছিলাম যে, আপনারা অপরেশন গঙ্গার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন।’‌

প্রসঙ্গত, অপরেশন গঙ্গার আওতায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা রীতিমতো চ্যালেঞ্জের ছিল ভারত সরকারের কাছে। দীর্ঘ ১৪ দিন পর উদ্ধার অভিযান অবশেষে শেষ হয় বৃহস্পতিবার। দীর্ঘসময় ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলাকালীন ভারতীয় বিদেশমন্ত্রক ক্রমাগত যোগাযোগ রেখেছিল রুশ এবং ইউক্রেন বিদেশমন্ত্রকের সঙ্গে। আপাতত যুদ্ধবিধ্বস্ত শহর থেকে ভয়ানক স্মৃতি নিয়ে ভারতে ফিরে এসেছেন সবাই।

English summary
govt assures lok sabha about the future of indian students who return from ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X