For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: কৃষকদের সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারে জোর সরকারের

কষকদের আয় বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছে মোদী সরকার। সেকারণে কৃষকদের সৌরশক্তি চালিক পাম্প ব্যবহারে বিশেষ উৎসাহ দেওয়ার কথা বলেছে মোদী সরকার।

Google Oneindia Bengali News

কষকদের আয় বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছে মোদী সরকার। সেকারণে কৃষকদের সৌরশক্তি চালিক পাম্প ব্যবহারে বিশেষ উৎসাহ দেওয়ার কথা বলেছে মোদী সরকার। এতে দেশের বিপুল পরিমান শক্তি সঞ্চয় হবে। কারণ এইনও কৃষিক্ষেত্রে সেচের কাজে যে পাম্প ব্যবহার হয় সেগুলি বিদ্যুৎ চালিত। বিপুল পরিমান বিদ্যুৎ খরচ হয় তাতে। সেই বিদ্যুৎ বাঁচানো গলে আরও অনের গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

২০ লাখ কৃষককে পাম্প প্রদান

২০ লাখ কৃষককে পাম্প প্রদান

দেশের কৃষকদের উন্নয়নে ২০ লাখ কৃষককে সৌরশক্তি চালিক পাম্প দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। ২০২৪ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই মোদী সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সৌরশক্তি চালিত পাম্প ব্যবহার করছে কৃষি ক্ষেত্রে খরচ অনেকটাই কমবে। একই সঙ্গে কৃষকরা স্বনির্ভবর থাকবেন। বিদ্যুতের উপর তাঁদের নির্ভর করতে হবে না।

 পতিত জমির ব্যবহার

পতিত জমির ব্যবহার

কৃষকদের পতিত জমিতে সৌরশক্তি উৎপাদনের কাজে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০১৮ সালে গুজরাট সরকার সৌরশক্তি কিষাণ যোজনা প্রকল্প শুরু করেছিল। এবার সেই প্রকল্পই গোটা দেশে চালু করতে চাইছে মোদী সরকার। সোলার গ্রিড তৈরি করে সেখানে উৎপাদিত অতিরিক্ত শক্তি বিক্রি করতে পারবেন কৃষকরা। এতে তাঁদের আয়ের একটি পথ তৈরি হবে।

সাফল্য এসেছে আগে

সাফল্য এসেছে আগে

সৌরশক্তি উৎপাদনে কৃষকদের উৎসাহ দিয়ে সাফল্য এসেছে আগে। গুজরাটের আনন্দ জেলায় সমবায় করে এভাবেই সৌরশক্তি উৎপাদন শুরু করেছিল একটি সংস্থা। তাতে সাফল্যও এসেছিল। কৃষকরা সেই সৌরশক্তি উৎপাদন করে কম টাকায় বিক্রিও করেছে। যাতে উপকৃত হয়েছেন আশপাশের জেলার কৃষকরাও।

English summary
Governt want to more uses of Solar pump in agriculture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X