For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে বেসরকারি হাসপাতাল গুলিকে আলাদা বেড সংরক্ষণের আর্জি সরকারের

করোনা রুখতে বেসরকারি হাসপাতাল গুলিকে আলাদা বেড সংরক্ষণের আর্জি সরকারের

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে দেশের বিভিন্ন প্রান্তে সতর্কতামূলক ব্যবস্থা জারি রয়েছে। সর্বস্তরেই চিকিৎসার যাবতীয় পরিকাঠামো নির্মাণে জোর দিয়েছে সরকার। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান এবং মৃতের সংখ্যা ৩। বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখের কাছাকাছি। এই প্রাণঘাতী মারণ ভাইরাসে মৃত প্রায় ৮হাজার।

বেসরকারি হাসপাতালগুলিতে বিচ্ছিন্ন বেড সংরক্ষণের আর্জি কেন্দ্রের

বেসরকারি হাসপাতালগুলিতে বিচ্ছিন্ন বেড সংরক্ষণের আর্জি কেন্দ্রের

এমতাবস্থায় সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি বেসরকারি পরিসরেও করোনা বিষয়ক চিকিৎসা সরবরাহের জন্য বিচ্ছিন্ন বেড সংরক্ষণের আর্জি জানাল কেন্দ্র সরকার। সূত্রের, করোনা আক্রান্তদের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও, হাসপাতাল ও পরীক্ষাগারগুলি সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও কভিড-১৯ পজেটিভ রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে।

মেডিকেল ল্যাব গুলিতে বিনামূল্যেই করা যাবে করোনার পরীক্ষা

মেডিকেল ল্যাব গুলিতে বিনামূল্যেই করা যাবে করোনার পরীক্ষা

মঙ্গলবার জারি হওয়া সরকারি নির্দেশিকায়, এই রোগের চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং নিহতদের মরদেহ পরিচালনার জন্য বিশেষ বিধিনিষেধ অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ল্যাবগুলিকে বিনামূল্যে রোগ পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে। আইসিএমআরের পরিচালক বলরাম ভরগভা এই প্রসঙ্গে বলেছেন, করোনা সঙ্কট থেকে বাঁচতে এই ল্যাব গুলির সহায়তা একান্ত প্রয়োজন।

একাধিক দেশের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ

একাধিক দেশের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ

আফগানিস্তান, ফিলিপাইন এবং মালয়েশিয়ার যাত্রীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাতিল হয়েছে একাধিক ফ্লাইট। এছাড়াও, আগামী ৩১ শে মার্চ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ, তুরস্ক ও ইতালি সহ অন্যান্য দেশের যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিক ভাবে সমাজের সব স্তরের মানুষেরই সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার আশঙ্কার মধ্যেই কি ভাসাবে বৃষ্টি, যা পূর্বাভাস দিল হাওয়া অফিসকরোনার আশঙ্কার মধ্যেই কি ভাসাবে বৃষ্টি, যা পূর্বাভাস দিল হাওয়া অফিস

English summary
Government advises private hospitals to keep different beds so as to stop corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X