For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে স্বাস্থ্যপরীক্ষার উপর নজর কেন্দ্রের, একদিনে সুস্থ হয়ে উঠলেন ১৭৯ জন

Google Oneindia Bengali News

এদিনই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ভআষণ রেখ জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এই ঘোষণার দিনই দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২১১। করোনা সংক্রমণ সম্পর্কিত দৈনিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

গত ২৪ ঘণ্টায় ৩১ জন করোনা আক্রান্তের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ৩১ জন করোনা আক্রান্তের মৃত্যু

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত পরিসংখ্যান দিলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। লব বলেন, সংক্রমণ রুখতে স্বাস্থ্যপরীক্ষাতেই নজর দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত দেশে ২ লক্ষ ৬৬ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া দেশজুড়ে ৩৭৭ টন মেডিকাল ইকুইপমেন্ট পাঠানো হয়েছে বলে জানান লব।

দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার

দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার

এদিকে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর তথ্যের পাশাপাশি ভআলো খবরও জানান লব অগরওয়াল। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭৯ জন। এদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এপর্যন্ত দেশে মোট ১০৩৬ জন সেরে উঠেছেন বলেও জানান তিনি।

টেস্ট কিট নিয়ে সুখবর শোনাল আইসিএমআর

টেস্ট কিট নিয়ে সুখবর শোনাল আইসিএমআর

এদিকে টেস্ট কিট নিয়ে সুখবর শোনাল আইসিএমআর। এদিন সাংবাদিক সম্মেলনে রমন গঙ্গাখেদকর বলেন, 'আমরা গতকাল জানিয়েছিলাম যে দেশে আর ছয় সপ্তাহ চলার মতো টেস্ট কিট রয়েছে। তবে আমরা এবার ৩৩ লক্ষ টেস্ট কিট পেতে চলেছি। যেকোনও মুহূর্তে সেগুলি দেশে এসে পৌঁছাবে। এছাড়া আমরা আরও ৩৭ লক্ষ ব়্যাপিড টেস্ট কিট অর্ডার করেছি। সেগুলিও শীঘ্র চলে আসবে।'

এখনও পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার নমুনার পরীক্ষা

এখনও পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার নমুনার পরীক্ষা

এদিন আইসিএমআর আধিকারিক রমন গঙ্গাখেদকর আরও জানান, সোমবার পর্যন্ত দেশে মোট ২ লক্ষ ৩১ হাজার ৯০২টি করোনা পরীক্ষা করা হয়েছে। গত ১৪ দিনেই প্রায় ২ লক্ষ টেস্ট করা হয়েছে বলেও জানান তিনি।

English summary
government to put emphasis on testing as 179 cured of covid 19 on monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X