For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড ১৯ মোকাবিলায় রাজ্যগুলিকে ১৫ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা কেন্দ্রের

Google Oneindia Bengali News

ক্রমেই ৬ হাজারের দিকে এগোচ্ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি সংক্রমণের জেরে মৃতের সংখ্যাও বেড়ে গিয়ে ২০০-র কাছাকাছি পৌঁছাচ্ছে। এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রের করোনা সম্পর্কিত বুলেটিন প্রকাশে। সরকারি ভাবে ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, সারা দেশে ৫৪০ টি নতুন করোনা ভাইরাসের ঘটনা ঘটেছে। নতুন করে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে।

১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

এই পরিস্থিতিতে বুধবার করোনা সংকটের মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সেই টাকার পুরোটাই দেবে কেন্দ্র। জাতীয় ও রাজ্য স্তরে করোনার বিরুদ্ধে লড়াইকে জোরদার করার জন্য এই অর্থ কাজে লাগবে।

এর আগে ১ লক্ষ ৭৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা হয়েছিল

এর আগে ১ লক্ষ ৭৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা হয়েছিল

এর আগে কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা ভাইরাসে লকডাউনে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব মানুষ দিন মজুররা। রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁদের অন্নের সংস্থানে এগিয়ে এসেছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন ফিনান্সিয়াল রেসপন্স টিম বিশেষ প্যাকেজ ঘোষণা করে।

আজকের প্যাকেজ সম্পর্কে কী বলে কেন্দ্র?

আজকের প্যাকেজ সম্পর্কে কী বলে কেন্দ্র?

এদিকে আজকের এই প্যাকেজ ঘোষণা সম্পর্কে কেন্দ্রের তরফে জানানো হয়, কোভিড ১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজ-এর অধীনে এই অর্থ দেওয়া হবে। ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম দফায়, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় এবং ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তৃতীয় দফায় ওই অর্থ দেওয়া হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অর্থ ভাগ করে দেওয়া হবে।

কী করা হবে এই টাকা দিয়ে?

কী করা হবে এই টাকা দিয়ে?

এই টাকায় গড়ে তোলা হবে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল ও ইনিটেনসিভ কেয়ার ইউনিট। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে।

English summary
government to gove away Rs 15000 cr to the states to cope up with covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X