For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মোবাইল- আধার সংযুক্তি আরও সরল হচ্ছে, কেন্দ্রের নির্দেশ টেলিকম অপারেটেরদের

বর্তমান মোবাইল নম্বরগুলির সঙ্গে আধার সংযোগের প্রক্রিয়া আরও সরল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ করে দ্বিতীয়বার যাচাই করতে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে যাচাইয়ের প্রক্রিয়া

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বর্তমান মোবাইল নম্বরগুলির সঙ্গে আধার সংযোগের প্রক্রিয়া আরও সরল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ করে দ্বিতীয়বার যাচাই করতে গ্রাহকের বাড়ি গিয়ে অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র।

এবার মোবাইল- আধার সংযুক্তি আরও সরল হচ্ছে, কেন্দ্রের নির্দেশ টেলিকম অপারেটেরদের

বয়স্ক, অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবার বাড়িতে বসেই মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করার সুবিধে দিতে চলেছে টেলিকম অপারেটরগুলি। সেইসঙ্গে গ্রাহকদের সুবিধার্থে এবার ওটিপি দিয়েই মোবাইল নম্বর রি-ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করতে অনলাইন প্রক্রিয়া চালু করতে বলা হয়েছে টেলিকম অপারেটরদের।

সেইসঙ্গে আধার ওটিপি-ও চালু করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। অর্থাৎ আধার নম্বরের সঙ্গে কোনও একটি নম্বর সংযুক্ত থাকলে সেই নম্বরেই ওটিপি আসবে এবং সেখান থেকেই ওই গ্রাহকের বাকি নম্বরগুলিকে ভেরিফাই করা যাবে বলে সূত্রের খবর।

এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি মোবাইল নম্বর ইতিমধ্যেই আধার ডেটাবেসে জমা পড়েছে বলে সূত্রের খবর। অপরদিকে কেওয়াইসি ভিত্তিক মোবাইল নম্বর ভেরিফিকেশেনর ক্ষেত্রে বাড়িতে এজেন্ট গেলে, সেই এজেন্টের কাছে যাতে পুরো আধার তথ্য না উঠে আসে তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে টেলিকম অপারেটরদের।

English summary
Government is all set to simplify aadhar re-verification of existing mobile numbers, has asked telecom operators to provide OTP and doorsep verifications
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X