For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চের মধ্য়েই গ্রামে গ্রামে পৌঁছবে ইন্টারনেট পরিষেবা, কাজ শুরু কেন্দ্রের

মার্চ ২০১৯ -এর মধ্যেই দেশের ৫.৫ লক্ষ গ্রামে ওয়াইফাই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, ৩৭০০ কোটি টাকার এই প্রকল্প রূপায়ণের কাজও শুরু হয়ে গিয়েছে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মার্চ ২০১৯ -এর মধ্যেই দেশের ৫.৫ লক্ষ গ্রামে ওয়াইফাই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩৭০০ কোটি টাকার এই প্রকল্প রূপায়ণের কাজও শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষেই প্রায় ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে হাইস্পিড ব্রডব্যান্ড চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

মার্চের মধ্য়েই গ্রামে গ্রামে পৌঁছবে ইন্টারনেট পরিষেবা, কাজ শুরু কেন্দ্রের

সেপ্টেম্বর মাসেই প্রায় ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ওয়াইফাই পরিষেবার জন্য টেন্ডার ছাড়া হবে বলে জানিয়েছেন টেলিকম সচিব অরুণা সুন্দরারাজন। অর্থাৎ মার্চ ২০১৯ সালের মধ্যে আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতে ওয়াইফাই পরিষেবা চালু করার মানে প্রায় ৫.৫ লক্ষ গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাওয়া।

মার্চের মধ্য়েই গ্রামে গ্রামে পৌঁছবে ইন্টারনেট পরিষেবা, কাজ শুরু কেন্দ্রের

প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েতগুলিতে ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্রডব্যান্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু নতুন ভারতনেটের মাধ্যমে সেই স্পিড দশগুন বাড়িয়ে ১ জিবিপিএস করা হয়েছে। এই স্পিডে সাধারণভাবে একটা বলিউড ছবি ডাউনলোড হতে খুব বেশি হলে ৩ সেকেন্ড লাগবে।

[আরও পড়ুন: স্টেশনে ওয়াইফাই পরিষেবা কীভাবে দেয় গুগল রেলটেল, জানলে অবাক হবেন][আরও পড়ুন: স্টেশনে ওয়াইফাই পরিষেবা কীভাবে দেয় গুগল রেলটেল, জানলে অবাক হবেন]

নয়া টেলিকম নীতি অনুযায়ী, ২০২২ সালের মধ্যে ৩০ কোটি থেকে বাড়িয়ে ৭০ কোটি মানুষের কাছে রেগুলার ইন্টারনেট অ্যাকসেস পৌঁছে দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে। সেইসঙ্গে অতিরিক্ত ৪০ হাজার গ্রামেও ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ভারতনেট-এর মাধ্যমে তা সহজেই হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন টেলিকম সচিব। সেপ্টেম্বর মাসের ৬ তারিখ পর্যন্ত তথ্য অনুযায়ী, ৩৩৪৩০টি গ্রামে ইন্টারনেট পৌঁছে গিয়েছে।

English summary
Government is all set to set up wifi facility across 5.5 lacs villages by march 2019, tender for 2.5 lac GP to be put out this September.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X