For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি-র ধাঁচে আরও একটি বড় সংষ্কারের পথে মোদী সরকার

জিএসটি বা পণ্য ও পরিষেবা কর ২০১৭ সালে চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি বা পণ্য ও পরিষেবা কর ২০১৭ সালে চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যা নিয়ে চূড়ান্ত বিতর্ক হলেও ধীরে ধীরে তা থিতিয়ে গিয়েছে। এবার জিএসটি-র ধাঁচেই ব্যবসায়ীদের সুবিধার্থে আর একটি নতুন সংষ্কার করতে চলেছে কেন্দ্র। সারা দেশে একই রকমের স্ট্যাম্প ডিউটি রেট চালু করতে চলেছে মোদী সরকার।

আর্থিক বিষয়ে কর

আর্থিক বিষয়ে কর

যেকোনও ধরনের আর্থিক মাধ্যম যেমন স্টক, ডিবেঞ্চারের ক্ষেত্রেও সারা দেশে একই রকমের স্ট্যাম্প ডিউটি রেট চালু করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার।

উদ্যোগ জিএসটি-র মতো

উদ্যোগ জিএসটি-র মতো

এই উদ্যোগ অনেকটা জিএসটি-র মতোই। স্টকহোল্ডাররা ইতিমধ্যে এই বদল নিয়ে তৈরি হয়ে গিয়েছেন। শতাব্দী পুরনো স্ট্যাম্প ডিউটির বদলে এই নিয়ম চালু হচ্ছে।

ইতিমধ্যে রাজ্যগুলিকে প্রস্তাব

ইতিমধ্যে রাজ্যগুলিকে প্রস্তাব

এই প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলে প্রস্তাব দেওয়া হয়েছে। সকলে রাজিও হয়ে গিয়েছেন বলে খবর। সংসদের শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হবে। এতে রাজ্যের রাজস্ব ক্ষতি হবে না বলেই দাবি করা হয়েছে।

নানা বিষয়ে সংষ্কার

নানা বিষয়ে সংষ্কার

বিল অব এক্সচেঞ্জ, চেক, প্রমিসরি নোট, বিল অব লেডিং, লেটার অব ক্রেডিট, ইনস্যুরেন্স পলিসি, স্টক ট্রান্সফার সহ নানা আর্থিক বিষয়ে স্ট্যাম্প ডিউটি রেট চালু করতে চলেছে মোদী সরকার।

পুরনো আইন

পুরনো আইন

প্রসঙ্গত, ১৮৯৯ সালে স্ট্যাম্প ডিউটি আইন পাল্টানোর অতীতে অনেকবার চেষ্টা হয়েছে। তবে কোনও রাজ্যই স্ট্যাম্প ডিউটিতে করের কর্তৃত্ব হারাতে না চেয়ে কেন্দ্রের প্রস্তাবে রাজি হয়নি।

English summary
Government plans another key GST-like reform to boost ‘ease of doing business’ in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X