For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিজিটাল লেনদেনে জোর, বিক্রেতাদের রুপে ও ইউপিআই-র মাধ্যমে টাকা নিতে হবে এবার

Google Oneindia Bengali News

ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে ডিজিটাল লেনদেনের উপর জোর দিতে নতুন পদক্ষেপ কেন্দ্রের। আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে মার্চেন্ট ডিসকাউন্ট রেট তোলার কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। এখন যে সকল সংস্থা এর লাভবান হবে তাদেরকে লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্র।

কাদের জন্য বাধ্যতামূলক এই নতুন নিয়ম?

কাদের জন্য বাধ্যতামূলক এই নতুন নিয়ম?

যে সব সংস্থার বার্ষিক আয় ৫০ কোটি টাকা বা তার বেশি, তাদের জন্য জানুয়ারি থেকে রুপে কার্ড এবং ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) তোলার সিদ্ধান্তের কথা শনিবার জানিয়ে দিয়েছিল কেন্দ্র। বর্তমানে এমডিআর বাবদ ব্যাঙ্কগুলিকে যে হারে টাকা বিক্রেতাকে মেটাতে হয়, অনেক ক্ষেত্রেই তাঁরা তা ক্রেতার থেকে আদায় করেন। কিছু ক্ষেত্রে অবশ্য নিজেরাই সেই চার্জ বহন করতেন তাঁরা।

সহজ হবে কেনাকাটা

সহজ হবে কেনাকাটা

এই সিদ্ধান্তের ফলে বিশেষজ্ঞরা মনে করছেন রুপে কার্ড ও ইউপিআই ব্যবহার করে কেনাকাটা করা আগের থেকে সস্তা ও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, এমডিআর না-লাগায় টাকা মেটানোর জন্য ভারতে তৈরি ইউপিআই এবং রুপে কার্ডের জনপ্রিয়তা বাড়বে।

প্রতিয়োগিতার সম্মুখীন হবে ভিসা ও মাস্টারকার্ড

প্রতিয়োগিতার সম্মুখীন হবে ভিসা ও মাস্টারকার্ড

এদিকে রুপে ছাড়া ভারতে ভিসা ও মাস্টারকার্ডও ওই পরিষেবা দিয়ে থাকে। বিদেশি এই সংস্থা নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিয়োগিতার সম্মুখীন হবে। তাই বাজার ধরতে এমডিআর ছাড়াই কী ভাবে কার্ড পরিষেবা দেওয়া যায়, তার কথা ভাবতে পারে বাকি দুই সংস্থাও।

English summary
Government Notifies Companies To Accept Payments Through UPI, RuPay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X