For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরবর্তী সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগের নাম নিল কেন্দ্রীয় সরকার

Google Oneindia Bengali News

পরবর্তী সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগের নাম নিল কেন্দ্রীয় সরকার
নয়াদিল্লি, ১৪ মে : লোকসভা নির্বাচনের চূড়ান্তে ফল ঘোষণার মাত্র ৩ দিন আগেই বিদায় বেলায় ইউপিএ সরকার লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগকে পরবর্তী সেনাপ্রধান নিয়োগের আর্জিতে সম্মতি জানিয়ে দিল। বর্তমান ভারপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংয়ের এই দায়িত্বপালনের মেয়াদ শেষ হবে ৩১ জুলাই।

একদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি লেফটেন্যান্ট জেনারেল সুহাগের নাম সুপারিশ করেছিলেন। একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ক্যাবিনেটের নিয়োগ কমিটি সেই সুপারিশেই অনুমোদন দিল।

অ্যান্টনি নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রক প্রায় এক মাস আগেই পরবর্তী সেনাপ্রধান নিয়োগের প্রক্রিয়া শুরুর চেষ্টা করেছিলেন। কিন্তু বিজেপি এবং প্রাক্তন সেনাধ্যক্ষ জেনারেল ভি কে সিংয়ের বিরোধিতায় সে প্রক্রিয়া পিছিয়ে যায়। জেনারেল ভি কে সিংয়ের যুক্তি ছিল অযৌক্তিকভাবে সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হচ্ছে। এমনকী বিজেপি এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারাস্থ হয়েছিল। কিন্তু সোমবার নির্বাচন প্যানেল এই নিয়োগের জন্য সবুজ সঙ্কেত দিয়ে দেয়।

বিজেপির যুক্তি ছিল নির্বাচনের আগে ইউপিএ সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক কারণে। যদিও ইউপিএ সরকারের তরফে সে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের যুক্তি এটি নীতি অনুসারেও করা হচ্ছে। নিয়মানুযায়ী প্রধানের নাম বর্তমান প্রধানের অবসরের কমপক্ষে ২-৩ মাস আগে জানানো হয়।

গত জানুয়ারি মাসে লেফটান্যান্ট জেনারেল সুহাগ সেনাকর্মীদের উপ-প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উত্তর-পূর্ব রাজ্যে 'কাউন্টার ইনসারজেন্সি অপারেশন'-এর পাশাপাশি ভারত-চীন সীমান্তে 'কনভেনশনাল অপারেশ টাস্ক'-এর দায়িত্বে ছিলেন।

শ্রীলঙ্কায় 'অপারেশ পবন'এর কোম্পানি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুহাগ। নাগাল্যান্ডের রাষ্ট্রীয় রিলিফ ব্যাটেলিয়নের কমান্ডিং ভূমিকায়, কাশ্মীর উপত্যকার 'কাউন্টার ইনসারজেন্সি অপারেশন'-এর দায়িত্বে ছিলেন।

<center><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTQ5NTA0fHwxMDExfHx8fHx8MTN8fA==";var ven_width="100%";var ven_height="325";</script><script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

English summary
Government names Lt Gen Dalbir Suhag as next Army Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X