পেট্রোল, ডিজেল গাড়ি কি নিষিদ্ধ হবে? কী জানালেন মন্ত্রী গড়করি
চরম সংকটে দেশের অটো মোবাইল শিল্প। এর মধ্যে যদি দুষণের কারণে পেট্রোল আর ডিজেল গাড়িতে নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে আরও ভয়ঙ্কর দশা হবে। যদিও শিল্পপতিদের অভয় দিয়েই কেন্দ্রীয় পরিবণ মন্ত্রী নীতীন গড়করি জানিয়েছেন, এখনই পেট্রোল, ডিজেল গাড়ি নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই সরকারের।

ধুঁকছে গাড়ি শিল্প
দেশের আর্থিক মন্দার বোধহয় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাড়ি শিল্পে। ক্রেতার অভাবে বিক্রি প্রায় বন্ধের পথে। মারুতি সুজুকি গতকালই হরিয়ানার দুটি কারখানায় দু'দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১০ বছরে যা কখনও ঘটেনি। একের পর এক সংস্থা কর্মী সংঙ্কেচনের পথ বেছে নিয়েেছ। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক গাড়ি শিল্পে।

শেয়ার বাজারে লাগাতার পতন
শেয়ার বাজারের পতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি কোম্পানিগুলি। মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা মোটর্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এরকম একাধিক কোম্পানির শেয়ার পড়তে শুরু করেছে। জুলাই মাসে গাড়ির বিক্রি ৩১ শতাংশ পড়েছে। ২০০০ সালে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল।

কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস
এই সংকটজনক পরিস্থিতিতে আশ্বাসের বাণী শোনালেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। তিনি জানিেয়ছেন পরিবেশ দূষণের কারণে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ করার কথা ভাবনাচিন্তা হচ্ছিল বটে। তবে এখনই সরকার তেমন কোনও সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন গড়করি।
গাড়ি শিল্পের হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। তিনি সরকারি দফতরগুলিকে গাড়ি কেনার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে গাড়ির দামের উপর জিএসটি কমানোর ইঙ্গিতও দিয়েছেন নির্মলা সীতারামন। তবে এখনও েস সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
[আরও পড়ুন: মায়ের সঙ্গে দেখা করতে পারবেন মেয়ে, মুফতির মেয়েকে অনুমতি শীর্ষ আদালতের]