For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খরচ বাড়াতে 'অভিনব' উদ্যোগ! পাশে দাঁড়াচ্ছে মোদী সরকার

ব্যক্তি খরচ বাড়াতে নতুন করে উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত আয়করের নতুন নির্ধারণ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ব্যক্তি খরচ বাড়াতে নতুন করে উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত আয়করের নতুন নির্ধারণ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এসবই করা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মধ্যবিত্ত শ্রেণির সুবিধার্থে।

দেশের বাজারে বিনিয়োাগ টানতে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। ঘাটতির বাজারেও প্রতিযোগী করা হয়েছে দেশের শিল্পকে। এবার সরকারের লক্ষ্য দেশের মধ্যবিত্ত শ্রেণি। এই শ্রেণির হাত টাকা না থাকলে বাজার বাড়িয়েও লাভ নেই। সেদিকে লক্ষ্য দিতে গিয়ে আয়কর আইন যাতে আরও সহজ করা যায় তা নিয়ে ব্যস্ত রয়েছেন সরকারি আধিকারিকরা। ইতিমধ্যেই ১৯ অগাস্ট এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়েছে সরকারের কাছে। এর উদ্দেশ্য হল আয়করের ভিত্তি বাড়ানো আর আয়কর দাতাদের কর ব্যুহ আরও সহজ করা।

করদাতাদের সুবিধা দিতে চিন্তা

করদাতাদের সুবিধা দিতে চিন্তা

এই বিষয় নিয়ে কাজ করা আধিকারিকরা জানাচ্ছেন, সরকারি সিদ্ধান্ত সংগ্রীহিত করের ওপর আঘাত করতে পারে, সেই জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে প্রত্যেক করদাতাকে যাতে ৫ পার্সেন্টেজ পয়েন্ট সুবিধা দেওয়া যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে।

সরাসরি আয়কর কমানোর চিন্তা

সরাসরি আয়কর কমানোর চিন্তা

অপর একটি প্রস্তাব নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা করা হচ্ছে। সেটি হল ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়ে করের হার ১০ শতাংশ করা। বর্তমানে এই হার রয়েছে ২০ শতাংশ। অন্যদিকে সব থেকে বেশি থাকা কর( ১০ লক্ষের ওপর আয় যাঁদের) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে।

 দিওয়ালির আগেই ঘোষণার সম্ভাবনা

দিওয়ালির আগেই ঘোষণার সম্ভাবনা

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সরকার এব্যাপারে দিওয়ালির আগেই কোনও ঘোষণা করতে পারে। যা উৎসবের মরশুমেই তাৎক্ষণিক চাহিদা তৈরি করবে। ফলে বাজারও বৃদ্ধি পাবে।

[ 'অব কি বার ট্রাম্প সরকার' বিতর্কে 'ড্যামেজ কন্ট্রোলে' নামলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ][ 'অব কি বার ট্রাম্প সরকার' বিতর্কে 'ড্যামেজ কন্ট্রোলে' নামলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ]

[ এনআরসির দিকে তিনি যাবেনই না! কোন উপায়ে সমস্যার সমাধান, বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও ][ এনআরসির দিকে তিনি যাবেনই না! কোন উপায়ে সমস্যার সমাধান, বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও ]

English summary
Government is considering rationalising personal income tax rates to increase spending of the middle class
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X