For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতারাতি ১৯টি পণ্যের শুল্ক বাড়াল কেন্দ্র, মধ্যরাত থেকে কোন জিনিসের দাম বাড়ল জানুন একনজরে

বিভিন্ন পণ্যের উপরে শুল্ক বাড়াল কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

আমদানি নির্ভরতা কমাতে ও ঘাটতি ঢাকতে বিভিন্ন পণ্যের উপরে শুল্ক বাড়াল কেন্দ্র সরকার। সবমিলিয়ে মোট ১৯টি পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। বেশিরভাগ পণ্যেই ১০ শতাংশ থেকে বাড়িয়ে তা ২০ শতাংশ করা হয়েছে।

রাতারাতি ১৯টি পণ্যের শুল্ক বাড়াল কেন্দ্র, মধ্যরাত থেকে কোন জিনিসের দাম বাড়ল জানুন একনজরে

এর ফলে আমদানিতে যেমন কিছুটা রাশা টানা যাবে, তেমনই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আর্থিক ঘাটতিও কিছুটা দূর হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২৬ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হবে।

যে পণ্যগুলির দাম বাড়ানো হয়েছে তার আমদানিকৃত মূল্য ৮৬ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের শুল্ক বেড়েছে।

এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন (১০ কেজির নিচে)

এসি-ফ্রিজের কমপ্রেসর,

স্পিকার, জুতো, রেডিয়াল কার টায়ার

নন ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড, ডায়মন্ড (সেমি প্রসেসড), ল্যাবে তৈরি ডায়মন্ড

কাটা ও পালিশ করা রত্ন

গয়নার সামগ্রী, দামী ধাতু

সোনা ও রুপোর জল করা জিনিস

শাওয়ার বাথ, সিঙ্ক, ওয়াশ বেসিন

প্লাস্টিকের বক্স, কেস, কন্টেনার, বোতল, ইনসুলেটেড ওয়্যার

টেবলওয়্যার, কিচেনওয়্যার, প্লাস্টিকের অন্যান্য ঘরোয়া সামগ্রী

অফিসে ব্যবহার করা প্লাস্টিকের সামগ্রী, ফার্নিচার ফিটিং, রঙীন প্লাস্টিকের চাদর, হাতের বালা

ট্রাঙ্ক, সুটকেস, ব্রিফকেস, ট্রাভেল ব্যাগ

বিমানে উড়ানের জ্বালানি

English summary
Government hikes customs duty on 19 items to curb widening Current Account Deficit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X