For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত ব্যক্তিগত নীতি প্রত্যাহার করতে হোয়াটসঅ্যাপের সিইওকে চিঠি দিল কেন্দ্র সরকার

বিতর্কিত ব্যক্তিগত নীতি প্রত্যাহার করতে হোয়াটসঅ্যাপের সিইওকে চিঠি দিল কেন্দ্র সরকার

Google Oneindia Bengali News

হোয়াটসঅ্যাপের নয়া ব্যক্তিগত গোপনীয়তা নীতি প্রত্যাহার করা নিয়ে ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপকে চিঠি পাঠালো সরকার। কেন্দ্র সরকারের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক হোয়াটসঅ্যাপের বৈশ্বিক সিইও উইল ক্যাটকার্টকে চিঠি লিখে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই নীতি তুলে নিতে বলেছে। সরকার গোপনীয়তা নীতি, ডেটা লেনদেন ও শেয়ারিং নীতি সংক্রান্ত বিষয়গুলি জানতে চেয়েছে সিইওর কাছে।

ব্যবহারকারীর সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সরকার

ব্যবহারকারীর সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সরকার

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি অনুসারে, এই মেসেজিং অ্যাপে শেয়ার করা তথ্য ফেসবুকে চলে যাবে, এই প্রস্তাব দেওয়ার পরই মন্ত্রক তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফেসবুকের কাছে শেয়ার করা এই তথ্য ব্যবাহারকারীদের ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করছে সরকার। এমনকী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই নীতি মানতে বাধ্য করছে, নয়ত অ্যাকাউন্ট মুছে যাবে বলে জানিয়েছে তারা, মেইটি এই বিষয়টিতে আপত্তি জানিয়েছে। মন্ত্রকের মতে, ব্যবহারকারীদের জন্য কোনও বিকল্প রাখেনি হোয়াটসঅ্যাপ। এ প্রসঙ্গে মন্ত্রক পুত্তস্বামী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া (২০১৭) মামলায় গোপনীয়তা এবং সম্মতির নীতি সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় হোয়াটসঅ্যাপকে স্মরণ করিয়ে দিয়েছে।

সিইওকে চিঠি সরকারের

সিইওকে চিঠি সরকারের

মন্ত্রকের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপকে আরও জিজ্ঞাসা করা হয়েছে যে, যখন ভারতের সংসদ ইতিমধ্যে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিলটি বিবেচনা করছে তখন তারা কেন এ জাতীয় উল্লেখযোগ্য পরিবর্তন আনল? ইউরোপ ও ভারতের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যক্তিগত নীতি নিয়েও আপত্তি জানিয়েছে সরকার। বিশ্বের মধ্যে ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সবচেয়ে বেশি, অথচ এই দেশের ব্যবহারকারীদের সঙ্গে এ ধরনের বৈষম্যমূলক আচরণ করায় হোয়াটসঅ্যাপের প্রতি অশ্রদ্ধা বাড়ছে ভারতীয় নাগরিকদের। এই প্রসঙ্গে, সরকার হোয়াটসঅ্যাপকে স্মরণ করিয়ে দিয়েছে যে ভারতীয় নাগরিকের স্বার্থ রক্ষার সার্বভৌম অধিকার রয়েছে এবং এটি কোনও মূল্যে এ বিষয়ে কোনও আপস করবে না।

সরকারের পক্ষ থেকে ১৪টি প্রশ্ন

সরকারের পক্ষ থেকে ১৪টি প্রশ্ন

এছাড়াও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিগত ও ডেটা গোপনীয়তার বিষয়ে উদ্বেগ জানিয়ে ১৪টি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের কাছে।

❑‌ হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ভারতীয় ব্যবহারকারীদের কাছ থেকে যে সঠিক ডেটা সংগ্রহ করেছে তা প্রকাশ করুন।

❑ হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দ্বারা চাওয়া অনুমতি এবং ব্যবহারকারীর সম্মতির বিবরণ দিন

❑ হোয়াটসঅ্যাপ কি তাদের ব্যবহারের প্রয়োগের ভিত্তিতে ভারতীয় ব্যবহারকারীদের প্রোফাইলিং পরিচালনা করে? প্রোফাইলিংয়ের কোন প্রকৃতি পরিচালিত হয়?

❑ ভারত ও অন্য দেশের মধ্যে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত নীতির পার্থক্যের বিশদ তথ্য দিন

❑ ডেটা সুরক্ষা নীতি, তথ্য সুরক্ষা নীতি, সাইবার সুরক্ষা নীতি, ব্যক্তিগত নীতি এবং এনক্রিপশন নীতির বিশদ তথ্য দিন

❑ হোয়াটসঅ্যাপ কি অন্য কোনও তৃতীয় পক্ষ বা বিজনেস ইউনিটের সঙ্গে তথ্য ভাগ করে?‌ এ বিষয়ে বিশদে জানান

❑ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইল ডিভাইসে চালিত অন্যান্য অ্যাপগুলির তথ্য সংগ্রহ করে? যদি হ্যাঁ হয়, তবে অ্যাপটি দ্বারা কোন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এটি কোন উদ্দেশ্যে সংগ্রহ এবং ব্যবহার করা হচ্ছে?

❑ ভারতীয় ব্যাবহারকারীদের তথ্য যখন স্থানান্তর হচ্ছে তখন যে সার্ভার ব্যবহার হয় তার বিবরণ

❑ তৃতীয় পক্ষের হাতে হোয়াটসঅ্যাপ কি তার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তুলে দিচ্ছে, যদি হ্যাঁ হয়, তবে সেই বিবরণগুলি ভাগ করুন।

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস

প্রসঙ্গত, রবিবার সকালে নিজেদের অ্যাকাউন্ট থেকে 'স্ট্যাটাস' দেয় হোয়াটসঅ্যাপ। ওই স্ট্যাটাসে তারা লেখে আমরা গোপনীয়তা বজায় রাখতে বদ্ধ পরিকর। এন্ড-টু-এন্ড ইনক্রিপশন আছে তাই হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত মেসেজ পড়তে বা শুনতে পায় না।

বাজেট অধিবেশনের আগে সাংসদদের করোনা টেস্ট করতে হবে, জানালেন অধ্যক্ষ ওম বিড়লাবাজেট অধিবেশনের আগে সাংসদদের করোনা টেস্ট করতে হবে, জানালেন অধ্যক্ষ ওম বিড়লা

English summary
The government wrote a letter to WhatsApp to withdraw the controversial privacy policy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X