For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিটার পিছু ২ টাকা করে উৎপাদন শুল্ক হ্রাস, দাম কমল পেট্রোল-ডিজেলের

উৎসবের মরশুমে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ২ টাকা করে শুল্ক কমালো কেন্দ্র। মঙ্গলবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর জেরে বছরে কেন্দ্রের ২৬ হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে জানানো হয়েছে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরশুমে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ২ টাকা করে শুল্ক কমালো কেন্দ্র। মঙ্গলবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর জেরে বছরে কেন্দ্রের ২৬ হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে জানানো হয়েছে।

 লিটার পিছু ২ টাকা করে উৎপাদন শুল্ক হ্রাস, দাম কমল পেট্রোল-ডিজেলের

মঙ্গলবার দিল্লিতে রেকর্ড উচ্চতায় পৌঁছয় ডিজেলের দর। কলকাতাতেও যা ছিল ২০১৪-র পর সর্বোচ্চ। এর পরেই জ্বালানি তেলের উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের ক্রমবর্ধমান দামের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ব্রান্ডেড এবং আনব্রান্ডেড পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে এই মূল্য হ্রাস প্রযোজ্য। চলতি আর্থিক বছরে এর জেরে ১৩ হাজার কোটি টাকা ক্ষতি হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পশ্চিমী দেশগুলিতে হ্যারিকেনের জেরে অনেক পরিষোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। সেইসব দেশগুলি থেকে আমদানিও কম হচ্ছে।

ভারতের তেলের দর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্ক যুক্ত। দেশে এখন দিনের ভিত্তিতে জ্বালানি তেলের দর পরিবর্তিত হয়।

 লিটার পিছু ২ টাকা করে উৎপাদন শুল্ক হ্রাস, দাম কমল পেট্রোল-ডিজেলের

দেশে প্রতি লিটার তেলের যা দাম, তার প্রায় অর্ধেকই হল সরকারের বসানো কর। উদাহরণ স্বরূপ অগাস্টে দিল্লিতে পেট্রোলের মূল্য ছিল লিটার পিছু ৭০.৪৮ টাকা। যার মধ্যে কেন্দ্রের কর ২২.০৪ টাকা এবং রাজ্যের কর ১৪.৯৮ টাকা। ডিজেলের ক্ষেত্রে দাম লিটার পিছু ৫৮.৮৪ টাকা। যার মধ্যে কেন্দ্রের কর ১৭.৮৯ টাকা এবং রাজ্যের কর ৮.৬৯ টাকা।

বছর তিনেক আগে যখন বিশ্বব্যাপী তেলের দাম পড়ে যায়, তখনও দেশে তেলের দাম কমেনি। করের টাকার দেশের কোষাগার পূর্ণ হয়েছে।

English summary
Government cuts basic excise duty on petrol and diesel by Rs. 2. This government decision would lead to a revenue loss of about Rs. 13000 crore in the remaining part of the current fiscal year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X